পিয়া গুপ্তা, উত্তর দিনাজপুরঃ
মহামারীর আতংকে যেখানে থমকে রয়েছে গোটা বিশ্ব। যার জেরে লকডাউন চলছে ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে। কিন্তু এই লকডাউনের মধ্যেই ক্রমশ বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এরই মধ্যে ক্রমেই বাড়ছে এ রাজ্যে আক্রান্তের সংখ্যা। তবুও ভিন রাজ্য মানুষ আসছে। সেই ভিন রাজ্য থেকে আসা ২৩ জন শ্রমিককে হাতেনাতে আটক করলো রায়গঞ্জ থানার পুলিশ।
আরও পড়ুনঃ নবাব মুলুক থেকে ঝাড়খন্ড, ঘরে ফেরার লক্ষ্যে অবিচল ওরা
ঘটনাটি ঘটেছে রায়গঞ্জে খরমুজাঘাট এলাকায়। পুলিশ সু্ত্রে জানা গিয়েছে, বিহারের ছাপড়া জেলায় নির্মান সহায়ক হিসাবে কাজ, ভিন রাজ্যে কাজ করতে গিয়েছিল। গত তিন দিন আগে ছাপড়া জেলা থেকে পায়ে হেটে ২৩ জন শ্রমিক রায়গঞ্জে এলেই, খরমুজাঘাট এলাকায় ঢুকতেই বাসিন্দারা তাদের আটকে দেয়। এরপর রায়গঞ্জ থানার পুলিশকে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে রায়গঞ্জ থানার পুলিশ।
ঘটনাস্থলে পুলিশ এসে আটক শ্রমিকদের জিজ্ঞাসাবাদ করে জানতে পারে, বিহারের ছাপড়া থেকে কিছুটা গাড়িতে ও পরে পায়ে হেঁটে উত্তরদিনাজপুর, ও দক্ষিনদিনাজপুর জেলার ইটাহার ও হরিরামপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলো। শ্রমিকদের সব কথা অবশেষে রায়গঞ্জ থানার পুলিশ তাদের আটক করে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে পাঠায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584