নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
বিজেপি নেতার বাড়িতে পুলিশের হামলার অভিযোগ উঠলো। ফালাকাটা ব্লকের ধনীরামপুর ১ গ্রামপঞ্চায়েতের (১৩/৮ পাট) বাসিন্দা বিজেপি নেতা গন্দুরাম তিরকির বাড়িতে পুলিশি হামলার অভিযোগ উঠল।
আরও পড়ুনঃ সিএএ বিরোধিতায় চোপড়ায় মানববন্ধন তৃণমূলের
গন্দুরাম তিরকির অভিযোগ, গত বুধবার আনুমানিক রাত সাড়ে এগারোটা নাগাদ ফালাকাটা থানার পুলিশ ও সিভিক পুলিশকে সঙ্গে নিয়ে বিনা কারনেই তার বাড়িতে হাজির হন। সেই সময় পুলিশ কর্মীরা বাড়ির দরজায় ধাক্কা দেওয়ার পাশাপাশি বাড়ির লোকজনকে উদ্যেশ্য করে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে।
আরও পড়ুনঃ দিনহাটায় সিএএ বিরোধী অবস্থান বিক্ষোভ
পাশাপাশি বেশ কিছু হুমকি দেয় পুলিশ বলে অভিযোগ । এই ঘটনা নিয়ে ইতিমধ্যে জেলা পুলিশ সুপারের কাছে অভিযোগ জানিয়েছেন ওই বিজেপি নেতা।
বিজেপি নেতা গন্দুরাম তিরকির বলেন,‘ ৫ ফেব্রুয়ারি তারিখে বুধবার রাত সাড়ে এগারো টা নাগাদ আমার বাড়িতে বেশ কিছু পুলিশ কর্মী ও সিভিল ভলান্টিয়ার চড়াও হয়ে আমার ঘরের জোর করে ঢুকতে চায় এবং নানা রকমের ভয় দেখায় ।
পুলিশের এই আচরণে বাড়ির মহিলারা আতঙ্কিত হয়ে চিৎকার শুরু করে। গভীররাতে পুলিশ এসে আমাকে ফের মিথ্যে মামলায় ফাঁসানোর চক্রান্ত করেছিল, তাই এই বিষয়ে পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়ে পুলিশ সুপারকে লিখিত ভাবে জানিয়েছি।‘
এবিষয়ে আলিপুরদুয়ার জেলার পুলিশ সুপার অমিতাভ মাইতি বলেন, “বিষয়টি খতিয়ে দেখা হবে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584