নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
লকডাউনে বন্ধ সমস্ত গণ পরিবহন পরিষেবা। তাই প্রায় সাড়ে চারশো কিলোমিটার পথ পা-এ হেঁটে এসে অবশেষে পুলিশের হাতে আটক হতে হল নয়জন শ্রমিককে। জানা যায় কলকাতার নিউটাউন থেকে হেঁটে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন এই ন’জন শ্রমিক। তাদের প্রত্যেকেরই বাড়ি বিহারের কিষানগঞ্জে ।
মূলত কাজের তাগিদে এই শ্রমিকরা কলকাতার নিউটাউনে একটি কোম্পানির রড-বাইন্ডিংয়ের কাজ করছিলেন । কিন্তু লকডাউনের জেরে সেই কোম্পানির কাজ বন্ধ রয়েছে। অপরদিকে ওই শ্রমিকদের কাছে থাকা অর্থও প্রায় শেষের পথে । তাই আর দেরি না করে, অবশেষে নিউটাউন থেকে গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন তাঁরা। কিন্তু পথে রায়গঞ্জবাসীরা তাঁদের দেখতে পেয়ে থানায় খবর দেন।
আরও পড়ুনঃ লকডাউনে বিপদে পড়া দুঃস্থ পরিবহন কর্মীদের ত্রাণ বিতরণ অরাজনৈতিক সংগঠনের
খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে এসে তাঁদেরকে আটক করে পুলিশ। শুধু তাই নয়, এর পাশাপাশি তাঁদের আটকে ১৪ দিনের জন্য কোয়ারেন্টাইনে পাঠানোর ব্যবস্থাও করে পুলিশ। এদের মধ্যে একজন শ্রমিক জানান, “বিহারের কিষানগঞ্জ জেলার সালকি গ্রামে তাঁদের বাড়ি । চলতি মাসের ১৬ তারিখে হেঁটে রওনা দেন তাঁরা । যার কাছে যা খাবার ছিল, সেই খাবার খেয়েই যাত্রা চলছিল তাঁদের”।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584