একাকী বৃদ্ধের জন্মদিন পালন পুলিশের

0
39

শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ

পুলিশ যে শুধু আইনের শাসন কায়েম করতেই নিজেদের ব্যস্ত রাখতে স্বচেষ্ট তা নয়। পুলিশের খাকি পোষাকের আড়ালেও যে একটা মানবিক স্বত্বা বজায় রয়েছে তা ফের প্রমান পেল আজ বালুরঘাটবাসী। শহরের নিঃসঙ্গ এক প্রবীন ব্যাক্তির জন্মদিন পালন করতে কেক মিষ্টি আর ফুলের তোড়া হাতে নিয়ে সটান তার বাড়িতে পৌঁছে গেল পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা।

birthday celebration | newsfront.co
নিজস্ব চিত্র

দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশের পক্ষ থেকে বালুরঘাট শহরের নিঃসঙ্গ অসহায় বৃদ্ধ বৃদ্ধাদের সাহায্যের জন্য তৈরি করা হয়েছে প্রণাম নামে একটি প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে শুধুমাত্র একটি ফোন করলেই রাত বিরাতে পুলিশ প্রশাসন ছুটে যাবে বৃদ্ধ-বৃদ্ধাদের সাহায্যের জন্য।

আরও পড়ুনঃ ‘রক্তদান মহৎদানে’ অঙ্গীকারবদ্ধ হয়ে রক্তদান শিবিরের আয়োজন

শুধু তাই নয় এই প্রকল্পের আওতায় রয়েছে যে সমস্ত বৃদ্ধ-বৃদ্ধা, তাদের বিশেষ বিশেষ স্মরণীয় দিনগুলিতে শুভেচ্ছা বার্তা পৌঁছে দিতে উদ্যোগে নিয়ে থাকে বালুরঘাট থানার পুলিশ।

তেমনি বালুরঘাট শহরের কাছাড়ি মোড় পাড়া এলাকার এক নিঃসঙ্গ বৃদ্ধ হলেন উত্তম দত্ত। যার জন্মদিন ছিল আজকেই বালুরঘাট থানার পুলিশের পক্ষ থেকে উত্তম বাবুর জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা বার্তা পৌঁছে দিলেন বালুরঘাট থানার তরফে জেলা পুলিশের ডিএসপি ( সদর) ধীমান মিত্র।

পুলিশের তরফে শুধু শুভেচ্ছা বার্তাই বহন করে নিয়ে যাওয়াই নয় বালুরঘাট থানার পক্ষ থেকে আজ ডিএসপি ধীমান মিত্র পুষ্পস্তবক ও কেক, মিষ্টির প্যাকেট উত্তম বাবুর হাতে তুলে দিয়ে তার জন্মদিনের শুভেচ্ছা জানান। মিষ্টি খাইয়ে ডিএসপি ধীমান মিত্র ওই নিঃসঙ্গ উত্তম দত্তের দীর্ঘায়ু কামনা করেন।

নিঃসঙ্গ বৃদ্ধ-বৃদ্ধাদের জীবনের বিশেষ বিশেষ দিনগুলি উদযাপন করতে বালুরঘাট থানার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে বালুরঘাটের সাধারণ মানুষের পাশাপাশি ষাটোর্দ্ধ প্রবীন নিঃসঙ্গ উত্তম দত্ত।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here