প্রীতম সরকার, উত্তর দিনাজপুরঃ
অত্যাবশ্যক পণ্যের দাম কোনো ভাবেই বেশি নেওয়া যাবে না এবং এ সব নিয়ে কালোবাজারি কিছুতেই বরদাস্ত করা হবে না। যারা এই নিয়ম মানবেন না, তাদের ধরে সোজা থানায় নিয়ে যাওয়া হবে। প্রয়োজনে গ্রেফতারও করা হতে পারে।
এদিন এমনই হুঁশিয়ারি দিতে দেখা গেল রায়গঞ্জ ও ইসলামপুরের পুলিশকে। এদিন জেলার পুলিশকর্মীরা কালোবাজারি রুখতে সাদা পোশাকে আবার কখনও বা সাধারণ পোশাকে বিভিন্ন বাজারে গিয়ে ব্যবসায়ীদের এমনই হুঁশিয়ারি দিলেন।কারণ এই দীর্ঘ শাটডাউনের বিজ্ঞপ্তি জারি হতেই, এক ধরনের কালো বাজারিরা সক্রিয় হয়ে উঠেছে বলে অভিযোগ।
এলাকার বাসিন্দাদের অভিযোগ খতিয়ে দেখতেই এদিন পুলিশ বাজারের প্রতিটি দোকানে গিয়ে ব্যবসায়ীদেরকে বুঝিয়ে আসেন। যাতে তারা কোন ভাবেই সাধারণ ক্রেতাদের কাছ থেকে জিনিসপত্রের দাম ন্যায্য মূল্যের থেকে বেশি না নেন। আবার কিছু কিছু ক্ষেত্রে যারা এ সিদ্ধান্ত মানেননি তাদেরকেও হুঁশিয়ারি দিয়ে আসে পুলিশ।
আরও পড়ুনঃ চলছে লকডাউন, খাবার দিয়ে দুঃস্থদের পাশে দাঁড়াল বিধাননগর থানার পুলিশ
উল্লেখ্য, ডিম থেকে শুরু করে পিয়াজ বা অন্যান্য সবজি আর পাঁচটা সাধারণ দিনে থেকে অনেক বেশি দাম দিয়ে কিনতে হয়েছে এলাকার মানুষদের। দোকান দারের একাংশ বলেছেন, তাদেরকেও বেশি দামে কিনতে হচ্ছে বলে কিছু বেশি মূল্য নিতে হচ্ছে। ফলে সাধারণ মানুষ বাজার করতে গিয়ে চরম সমস্যার সম্মুখীন হচ্ছেন। এমনকি বাজার করতে গিয়ে অনেককেই অতিরিক্ত মাশুল গুনতে হয়েছে।
সংশ্লিষ্ট বিষয়ে এই একুশ দিন শাটডাউন চলাকালীন যাতে প্রতিদিন বাজারের মূল্য সঠিক নির্ধারণ করা হয় কিনা তা দেখতে পুলিশ ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা।
এ নিয়ে ইসলামপুর জেলার পুলিশ সুপার শচীন মাক্কার জানিয়েছেন, “এই নিয়ম না মানলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে এবং প্রতিদিনই সাধারণ পোশাকে কিংবা সাদা পোশাকে পুলিশ এ বিষয়টি সামগ্রিকভাবে খতিয়ে দেখবেন”।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584