তোলা আদায়ের নামে বৃদ্ধকে হেনস্থা পুলিশের,প্রতিবাদে অবরোধ

0
116

নিজস্ব সংবাদদাতা,খড়িবাড়িঃ

শাসনের খড়িবাড়িতে তোলা না দেওয়ায় এক মাদ্রাসার ছাত্র ও বৃদ্ধ ব্যক্তিকে লুঙ্গি ও টুপি খুলে পুলিশের হেনস্থা,ক্ষুব্ধ এলাকাবাসীর রাস্তা অবরোধ।উত্তর ২৪ পরগনার শাসন থানার খড়িবাড়িতে পুলিশের বিরুদ্ধে তোলা আদায়ের অভিযোগ নিয়ে রাস্তা অবরোধ করেন এলাকার সাধারণ মানুষ।

নিজস্ব চিত্র

অভিযোগ প্রতিদিনই শাসন থানার পুলিশ খড়িবাড়ি,আমিনপুর,কাঁচকল, গোলাবাড়ি সহ বিভিন্ন জায়গায় চেকিং এর নামে সাধারণ পথচলতি মানুষের কাছে তোলা আদায় করেন।তেমনি ভাবে এদিন শাসন থানার খড়িবাড়ি পুলিশ ফাঁড়ির বাচ্চু নামে এক পুলিশ কনস্টেবল বাজারের বিভিন্ন দোকান থেকে তোলা আদায় করছিলেন।অভিযোগ প্রতিদিনই এলাকার বেশ কিছু দোকানে ও পথচলতি মানুষের কাছ থেকে নিয়মিত তোলা আদায় করে সে।সাথে সাথে তিনি পথচলতি মানুষকে বিভিন্ন রকম ভাবে হেনস্থা করেন।

নির্যাতিত বৃদ্ধ। নিজস্ব চিত্র

ঘটনার সূত্রপাত এদিন সোন্দালিয়া থেকে এক বৃদ্ধ তার নাতিকে খরিবাড়ির ওপর দিয়ে মাদ্রাসায় পৌঁছে দেওয়ার জন্য নিয়ে যাচ্ছিলেন। অভিযোগ তাদের থেকেও তোলা নেওয়ার জন্য তাদেরকে রাস্তায় আটক করেন ওই পুলিশ কনস্টেবল।তারা তোলা দিতে অস্বীকার করায় তাদের লুঙ্গি,জামা এমনকি টুপি খুলে ও চরম হেনস্তা করেন বাচ্চু চৌধুরী নামে শাসন থানার ওই পুলিশকর্মীটি।

পুলিশ কনস্টেবল বাচ্চু চৌধুরী। নিজস্ব চিত্র

এমত অবস্থায় খড়িবাড়ি এলাকার সাধারণ মানুষজন এই দৃশ্য দেখে প্রচন্ড ক্ষিপ্ত হয়ে ওই পুলিশ কনস্টেবলকে তাড়া করে নিয়ে আসেন।প্রাণ ভয়ে ওই পুলিশ কনস্টেবল খড়িবাড়ি পুলিশ ফাঁড়ির ভিতরে লুকিয়ে পড়েন। এরপর উত্তেজিত জনতা খড়িবাড়ি পুলিশ ফাঁড়ি ও খড়িবাড়ি চৌমাথা প্রায় দু ঘন্টা যাবত অবরোধ করেন।ঘটনাস্থলে শাসন থানার আইসি,পার্শ্ববর্তী মধ্যমগ্রাম থানার আইসি,অ্যাডিশনাল এসপি বারাসাত উপস্থিত হন।পুলিশের কাছ থেকে উত্তেজিত জনতা বাচ্চু চৌধুরী নামের ওই পুলিশ কনস্টেবল কে উপযুক্ত শাস্তির আশ্বাস পেয়ে তবেই অবরোধ তোলেন।তবে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত ওই পুলিশ কনস্টেবলের শাস্তির বিষয়ে কোনো ইতিবাচক বিষয় জানা যায়নি।আপাতত ওই পুলিশকর্মীকে অন্য জায়গায় সরিয়ে দেওয়া হয়েছে, এলাকাবাসীর পক্ষ থেকে দাবি করা হয়েছে যে, বাচ্চু চৌধুরী নামে ঐ পুলিশ টি সাম্প্রদায়িক মনোভাবাপন্ন তাই তাকে অবিলম্বে পুলিশ মহল থেকে সাসপেন্ড করতে হবে,নইলে আগামী দিনে এলাকা জুড়ে বৃহত্তর আন্দোলনে নামার কথা জানালেন গ্রামবাসী।

আরও পড়ুনঃ বেপরোয়া লরির ধাক্কায় স্কুল পড়ুয়ার মৃত্যু

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here