নাজেহাল ক্ষুদেদের পিকনিকের আয়োজনে সাহায্য কর্তব্যরত পুলিশের 

0
20

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

police| newsfront.co
নিজস্ব চিত্র

চড়ুইভাতি নিয়েও পুলিশের মানবিক মুখ ধরা পড়ল পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনায়। ক্ষুদেদের পিকনিক যখন প্রায় বন্ধ হওয়ার মুখে তখন ত্রাতা খোদ পুলিস কর্মীরাই। ২৫ শে ডিসেম্বর থেকে পয়লা জানুয়ারির মধ্যে চন্দ্রকোনার ঢলবাঁধ এলাকায় পর্যটকদের ভিড় থাকে প্রতিবছরই। পর্যটকদের সুরক্ষায় কড়া নজর থাকে পুলিশকর্তাদের।

picnic | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃপিকনিক স্পট প্লাস্টিক মুক্ত করতে শালপাতার থালা-বাটি বিতরণ 

একই রকম ভাবে এবছরও ঢলবাঁধে, টিম নিয়ে নজরদারি চালাচ্ছিল চন্দ্রকোনা টাউন থানার দায়িত্বপ্রাপ্ত আধিকারিক। সে সময়েই তার নজরে আসে কিছু ক্ষুদে চড়ুইভাতি করতে গিয়ে প্রায় নাস্তানাবুদ। না রয়েছে জ্বালানি, না রয়েছে চড়ুইভাতির সামগ্রী। তা দেখে ক্ষুদেদের সাহায্যে হাত লাগাল থানার দায়িত্বপ্রাপ্ত আধিকারিক প্রশান্ত পাঠক ও তার টিম। খিচুড়ি থেকে মাংস রান্না করে দিলেন তারাই। ক্ষুদেদের শেষ পাতে মিষ্টির বন্দোবস্ত করা হলো থানার তরফেই। যা দেখে রীতিমত অবাক পিকনিক করতে আসা অন্যান্য পর্যটকরা। পুলিশের এই মানবিকতার নজির বিরল বলেই দাবি তাদের। ক্ষুদেদের সাহায্য করতে পেরে খুশি থানার কর্মীরাও।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here