নাগরিকত্ব আইনের প্রতিবাদ মিছিলে বাধা পুলিশের, ধরনায় কংগ্রেস

0
37

তন্ময় মণ্ডল, কলকাতাঃ

সিএএ ও এনআরসির বিরুদ্ধে যুব কংগ্রেস ও ছাত্রপরিষদের আজ মিছিল করার কথা ছিল কলকাতার ধর্মতলা থেকে বিজেপি রাজ্য অফিস পর্যন্ত কিন্তু বিজেপির রাজ্য অফিস পৌঁছানোর আগেই সেন্ট্রাল অ্যাভিনিউয়ের মুখে পুলিশ আটকে দেয় এবং সেখানেই ধরনায় বসে পড়েন কংগ্রেস কর্মীরা। যার ফলে সেন্ট্রাল অ্যাভিনিউয়ের একটি লেনের যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এমনকি যার ফলে চরম উত্তেজনাও ছড়ায় সেন্ট্রাল অ্যাভিনিউয়ে।

নিজস্ব চিত্র

নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে উত্তেজনা তো ছিলই তার সাথে উত্তরপ্রদেশে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীকে হেনস্থার ঘটনায় উত্তেজনা আরও বেড়ে গেল। তাই কলকাতায় পথে নামে কংগ্রেসের ছাত্র পরিষদ ও যুব কংগ্রেস।

প্রতিবাদ। নিজস্ব চিত্র

আজ যুব কংগ্রেসের প্রতিবাদ মিছিলে যোগ দিয়েছিলেন বিধানসভার বিরোধী দলনেতা আব্দুল মান্নান। এছাড়াও মিছিলে উপস্থিত ছিলেন, তরুণ প্রজন্মের কংগ্রেসের একাধিক যুবনেতা ও নেতৃত্ববর্গ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here