পথ দুর্ঘটনা এড়াতে পুলিশের মাইকিং

0
98

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

 

Police miking to avoid road accidents 2
নিজস্ব চিত্র

দুর্ঘটনা এড়াতে মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প সেফ ড্রাইভ সেভ লাইফ এই কর্মসূচিকে বাস্তবায়িত করতে বিভিন্ন ভাবে প্রচার করতে দেখা গিয়েছে পুলিশ প্রশাসনকে।পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে বেলদা থানার সহযোগিতায় জড়াগেড়িয়া ফাঁড়ির পুলিশ প্রশাসন দুর্ঘটনা এড়াতে আরো বেশি সচেতন হওয়ার জন্য বেলদা কাঁথি গামী রাজ্য সড়কের পাশে বে-আইনি ভাবে জমিয়ে রাখা ইট,বালি,চিপস তথা জমে থাকা মাটি কে সরিয়ে দেওয়ার জন্য মাইকিং করে ঘোষণা করা হয়।বিভিন্ন কারণে জমিয়ে রাখা ইট, বালি,চিপস ও মাটির ফলে যদি কোন দুর্ঘটনা ঘটে তার দায়ভার সম্পূর্ণভাবে ওই জমিয়ে রাখা ব্যক্তির নিতে হবে বলে জানানো হয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে।অপরদিকে আগামীকাল শুরু হচ্ছে মাধ্যমিকের পরীক্ষা যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য সতর্কীকরণ হিসাবে মাইকিং করা হয়।এদিন পরীক্ষা কেন্দ্র থেকে ১০০ মিটারের মধ্যে ১৪ ধারা জারি থাকবে ।সকাল থেকে পরীক্ষা শুরু ও শেষ পর্যন্ত সমস্ত জেরক্স দোকান বন্ধ থাকবে।

আরও পড়ুনঃ দুর্ঘটনার জেরে স্থানীয়দের পথ অবরোধ

Police miking to avoid road accidents 3
নিজস্ব চিত্র

জোরে মাইক বাজানো থেকে শব্দ বাজি ফাটানো সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে।রাস্তার ধারে এবং পরীক্ষা কেন্দ্র গুলির কাছাকাছি ১০০ মিটার এর মধ্যেও একাধিক লোকের একসঙ্গে জটলা করা যাবে না এবং সমস্ত শ্রেনীর মানুষকে সহযোগিতার জন্য আহ্বান জানানো হয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here