নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য রাজ্য প্রশাসনের পক্ষ থেকে রাজ্যজুড়ে বৃহস্পতিবার ও শুক্রবার সম্পূর্ণ লকডাউন ঘোষণা করাহয়েছে। লকডাউন সফল করে তোলার জন্য রাজ্য প্রশাসনের পক্ষ থেকে পুলিশ প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়।
সেই সঙ্গে লকডাউন অমান্যকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দেওয়া হয়। তাই পশ্চিম মেদিনীপুর জেলার প্রতিটি এলাকায় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সম্পূর্ণ লকডাউন সফল করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়।
আরও পড়ুনঃ শিলিগুড়িতে লক্ষাধিক টাকার বিদেশী সিগারেট উদ্ধার , ধৃত ২
বিভিন্ন রাস্তায় চেকিংয়ের পাশাপাশি তল্লাশি অভিযান চালানো হয়। সেই সঙ্গে কোথাও জমায়েত রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হয়। যার ফলে বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার হাট-বাজার, দোকানপাট, সরকারি-বেসরকারি অফিস সমস্ত বন্ধ ছিল। বন্ধ ছিল গণ পরিবহণ ব্যবস্থাও। যার ফলে রাস্তাঘাট ছিল শুনশান। রাস্তাঘাটে লোকজনের দেখা পাওয়া যায়নি।
কেবলমাত্র জরুরী কাজ ছাড়া মানুষ ঘর থেকে বের হয়নি। তা সত্ত্বেও কিছু মানুষ প্রশাসনের নির্দেশ অমান্য করে লকডাউনকে উপেক্ষা করে তারা রাস্তায় বেরিয়েছিল। তাই রাস্তায় কেন বেরিয়েছে তার উপযুক্ত প্রমাণ না দেখানোর জন্য, লকডাউন অমান্য করার অপরাধে পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকা থেকে ১৮৩ জনকে গ্রেফতার করেছে বলে জেলা পুলিশ সূত্রে জানা যায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584