মনিরুল হক, কোচবিহারঃ
বেআইনি ভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করে গ্রেফতার হল চার বাংলাদেশী। তাদের সাথে একজন ভারতীয়কেও গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। দিনহাটার নয়ারহাট থানার পুলিশ অভিযান চালিয়ে ওই ৫ জনকে গ্রেফতার করে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত বাংলাদেশীদের মধ্যে দুজন পুরুষ ও দুজন মহিলা রয়েছেন। তারা সকলেই নাগরেরবাড়ি এলাকার বাসিন্দা। তাদের বিরুদ্ধে বিদেশী আইনে মামলা রুজু করা হয়েছে।
সম্প্রতি বেআইনি ভাবে ভারতে ঢুকে বেশ কয়েকজন বাংলাদেশী কোথাও সীমান্ত রক্ষীদের হাতে কোথাও পুলিশের হাতে ধরা পড়ছেন।
আরও পড়ুনঃ বাংলাদেশের পুরনো ভিডিও কলকাতার বলে টুইট করায় আইনি পদক্ষেপ নিচ্ছে পুলিশ
ধরা পড়ছে বাংলাদেশ সীমান্ত দিয়ে আসা বিভিন্ন নেশার সামগ্রীও। এই নিয়ে প্রশাসন ও বিএসএফ আধিকারিকদের মধ্যে উদ্বেগ ছড়িয়েছে। মনে করা হচ্ছে করোনা আবহে অর্থনীতি ভেঙে পড়ায় অনুপ্রবেশ ও চোরাচালান মারাত্মক ভাবে বেড়ে গিয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584