নিজস্ব সংবাদদাতা, পূর্ব বর্ধমানঃ

মাটির তলায় গুপ্তধন পাওয়ার ঘটনা এখন হামেশাই খবরের শিরোনামে উঠে আসে। এবার পুকুরে মিলছে ২০০০, ৫০০ টাকার নোট, কয়েন ও গয়না। এমন রটনায় শুক্রবার চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পূর্ব বর্ধমানের মেমারি ২ ব্লকের কুচুট পঞ্চায়েতে বড়মশাগোড়িয়া গ্রামে। শয়ে শয়ে কৌতুহলী মানুষ সেখানে হাজির হয়ে যায়। টাকা-গয়নার নেশায় সকাল থেকেই মানুষজন ওই পুকুরে নেমে পড়ে। এই খবর পেয়ে বিকালে ঘটনাস্থলে হাজির হয় মেমারি থানার পুলিশ।


আরও পড়ুনঃ মিলন মোড় রাজপাড়া থেকে তাজা বোমা উদ্ধার
সেখানে পৌঁছে সব লোকজনকে হটিয়ে দেওয়ার পর পুলিশের তত্ত্বাধানে চলতে থাকে পুকুরে খানাতল্লাশি। তখন পুকুরে জাল ফেলা হলে কিছু টাকা পাওয়া যায়। সেই টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। তবে গয়না উদ্ধারের কোনো খবর এখনও মেলেনি। পরিস্থিতি সামাল দিতে ওই পুকুরে নামায় নিষেধাজ্ঞা জারি করে পুলিশ। ওই পুকুরে কোথা থেকে টাকা এল, তা নিয়ে তদন্ত শুরু করেছে মেমারি থানার পুলিশ।


আরও পড়ুনঃ আগামীদিনে অতিবৃষ্টি ও খরার প্রবণতা বাড়বেঃ খড়গপুর আইআইটির গবেষক
বড়মশাগড়িয়া গ্রামের বাসিন্দারা জানান, কয়েকদিন আগে ওই পুকুরে টাকা ভাসতে দেখা যায়। তারপর থেকেই সেই খবর লোকমুখে রটতে শুরু করে। রটনা এমন পর্যায়ে যায় যে টাকার সঙ্গে যোগ হয় সোনা-রুপোর গয়নাও! এই রটনা মুহূর্তে ছড়িয়ে পড়ে আশেপাশে। পুকুরে নামতেই ফকেটে মিলবে টাকা-গয়না, সেই সুযোগ ছাড়ে কে? শুক্রবার সকাল থেকে প্রচুর মানুষ ওই পুকুরে নেমে পড়েন।
ঘণ্টার পর ঘণ্টা বহু মানুষ পকুরে ডুব দিয়ে কাটিয়ে দেন। এই খবর পেয়ে বিকালে মেমারি থানার পুলিশ সেখানে পৌঁছায়। পুকুর থেকে মানুষজনকে তুলে দেয়। এরপর পুলিশ উদ্যোগ নিয়ে পুকুরে জাল ফেললে বেশ কিছু টাকা উদ্ধার হয়। পুকুরে এই টাকা কীভাবে এল? তা নিয়ে ধন্দে রয়েছেন স্থানীয়রা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584