নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
উত্তর প্রদেশের হাথরাসে ভেজাল মশলার কারখানা সিল করল পুলিশ, মশলায় মেশানো হতো গাধার মল, অ্যাসিড। কারখানার মালিক যোগী আদিত্যনাথ প্রতিষ্ঠিত হিন্দুত্ববাদী সংগঠনের একজন কার্যকর্তা।
গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার উত্তরপ্রদেশের হাথরাস জেলায় পুলিশ একটি মশলা তৈরির কারখানায় অভিযান চালায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই মশলা তৈরির সংস্থার কর্ণধারের নাম অনুপ বর্ষনে তাঁকে পুলিশ গ্রেফতার করেছে এবং কারখানাটি সিল করে দেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ কোচবিহারের সভামঞ্চ থেকে বিজেপির উদ্দেশ্যে সামনা সামনি যুদ্ধের আহ্বান মুখ্যমন্ত্রীর
জানা গিয়েছে, কারখানার মালিক অনুপ বর্ষণে ২০০২ সালে যোগী আদিত্যনাথ প্রতিষ্ঠিত ‘হিন্দু যুব বাহিনী’ নামে একটি হিন্দুত্ব বাদী সংগঠনের একজন মন্ডল শাহ প্রভারি।
আরও পড়ুনঃ ‘নতুন বোতলে পুরনো মদ’, কোচবিহারে নাম না করে নিশীথ-মিহিরকে আক্রমণ মমতার
হাথরাস জেলার নবিপুর এলাকায় তল্লাশি অভিযান চালানোর সময় পুলিশ উদ্ধার করে লাল লঙ্কার গুঁড়ো, গরম মশলা, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো সহ আরও বিভিন্ন রকম মশলা। এই সব মশলাগুলিতেই মানবশরীরের পক্ষে ক্ষতিকারক উপাদান পাওয়া গিয়েছে, যার মধ্যে ছিল গাধার মল, কৃত্রিম রং, যা খাওয়ার যোগ্য নয় এবং এমনকি অ্যাসিডও।
পুলিশ ওই কারখানা থেকে ২৭টি নমুনা সংগ্রহ করে তা টেস্টের জন্য ল্যাবে পাঠিয়েছে। টেস্টের ফল নিশ্চিত হলে মশলা প্রস্তুতকারক কর্ণধারের বিরুদ্ধে খাদ্য সুরক্ষা ও স্ট্যান্ডার্ড আইনের আওতায় মামলা দায়ের করা হবে। পুলিশ জানিয়েছে ওই কারখানা থেকে ৩০০ কেজি ভেজাল মশলা উদ্ধার করেছে পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584