পিয়ালী দাস, বীরভূমঃ
শনিবার বিকেলে বীরভূম ঝাড়খন্ড সীমান্তবর্তী এলাকাগুলো ঘুরে দেখলেন বীরভূম জেলার পুলিশ সুপার শ্যাম সিং, বীরভূম জেলা পরিষদের পর্যবেক্ষক অভিজিৎ সিংহ সহ বীরভূম জেলার উচ্চপদস্থ পুলিশ আধিকারিক বৃন্দ। পুলিশ সুপার শ্যাম সিং জানিয়েছেন নিয়মিত ঝাড়খন্ড পুলিশ প্রশাসনের সঙ্গে যোগাযোগ রেখে বীরভূম পুলিশ কাজ করছে।
বীরভূম জেলা পরিষদের পর্যবেক্ষক অভিজিৎ সিংহ জানিয়েছেন, রাজ্য সরকারের নির্দেশে বাসে করে বীরভূমের মানুষদেরকে ফিরিয়ে আনা হচ্ছে। বীরভূম এবং ঝাড়খন্ড সীমান্তবর্তী থানা এলাকা গুলোর রেজিস্টার মানা হচ্ছে নিয়ম করে।
আরও পড়ুনঃ করোনা উপসর্গের রোগীকে ফেরাল দুই হাসপাতাল, অ্যাম্বুলেন্সে মৃত্যু
বাইরের রাজ্য থেকে যাতে বীরভূমে কোন মানুষ গোপনে ঢুকে না যেতে পারে তার জন্য বীরভূম জেলা প্রশাসন ও বীরভূম জেলা পুলিশ অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে কাজ করে যাচ্ছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584