মাদকমুক্ত সমাজ গড়ার ডাক পুলিশের

0
43

শ্যামল রায়, নদীয়াঃ

মাদকমুক্ত সমাজ গড়তে এবার প্রচারাভিযানে নামল নদীয়া জেলা পুলিশ প্রশাসন।

শুক্রবার ছিল মাদক বিরোধী দিবস। মাদক বিরোধী দিবসে জেলা পুলিশের তরফ থেকে বিভিন্ন থানা এলাকায় মিছিল বের করা হয়। মানুষকে সচেতন করতেই এই প্রচারাভিযান চালাল পুলিশ।এদিন কৃষ্ণনগর, নাকাশিপাড়া, করিমপুর, কল্যাণী, রানাঘাট, শান্তিপুর সহ বিভিন্ন এলাকায় পুলিশ এই সচেতনতামূলক প্রচার চালায়। কৃষ্ণগঞ্জ এলাকাতেও পুলিশ মাদক মুক্ত সমাজ গড়ার ডাক দিয়েছে।

anti drug campaing | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ ফালাকাটায় প্রতিবাদে বামেরা

পুলিশের তরফ থেকে বলা হয়েছে, ‘কেউ মাদক বিক্রি করবেন না। কেউ মাদক কিনবেন না। মাদক কেনা বা বিক্রি করা সমান অপরাধ। তাই সকলের কাছে আহ্বান, মাদকবিরোধী দিবসে সকলকে মনে রাখতে হবে যে আমাদের সুন্দর সমাজ গড়তে হবে। আমরা মাদক বর্জিত সমাজের একজন মানুষ হতে চাই।’ বিভিন্ন থানার তরফ থেকে এই ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকার বাসিন্দারা।

জেলা পুলিশ সুপার জাফর আজমাল কিদোয়াই জানিয়েছেন, ‘মাদক কেনা বা বিক্রি করা অপরাধ। আমরা মাদকমুক্ত সমাজ গড়তে চাই। তাই সকলকে সচেতন থাকতে হবে।’

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here