নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
রাজ্য সরকারের জারি করা সাপ্তাহিক লকডাউনের প্রথম দিনই পথে নামতে হল পুলিশকে। লকডাউন মানাতে কঠোর ভূমিকা নেয় রায়গঞ্জ থানার পুলিশ। লকডাউন অমান্য করায় শহরের সঙ্গে গ্রামেও অভিযান চালায় পুলিশ।
শহর সহ রায়গঞ্জ থানা এলাকার একাধিক গ্রামে ব্যাপক তল্লাশি চালায়। বৃহস্পতিবার বিকাল পর্যন্ত প্রায় দশজনকে আটক করেছে পুলিশ।ইতিমধ্যেই রায়গঞ্জ শহরে ব্যাপক হারে ছড়িয়েছে করোনা ভাইরাসের সংক্রমণ। মানুষ রয়েছে চরম উদ্বেগে। বেশ কিছু এলাকায় করোনায় আক্রান্তের মৃত্যুর ঘটনা ঘটেছে। কয়েকদিনে শহরের অধিকাংশ এলাকাতেই সংক্রমিত রোগীর সংখ্যা উল্লেখযোগ্য ভাবে বেড়ে যাওয়ায় দুশ্চিন্তায় রয়েছেন শহরবাসী।
আরও পড়ুনঃ পূর্ব মেদিনীপুর জুড়ে অবাধ্য জনতাকে ঘরে ঢোকাতে কড়া পদক্ষেপ পুলিশের
জেলা প্রশাসন থেকে লকডাউন ঘোষণা করলেও সেই লকডাউনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে মাস্ক ছাড়া যেমন রাস্তায় মানুষকে চলাচল করতে দেখা গিয়েছে, তেমনই পুলিশের সামনেই দোকানের পাল্লা অর্ধেক খুলে রেখে ব্যবসা চালিয়েছেন এক শ্রেণীর ব্যবসায়ী। কিন্তু, বৃহস্পতিবার দেখা গিয়েছে অন্য চিত্র। এদিনের লকডাউনে ব্যাপক প্রভাব পড়েছে রায়গঞ্জে।
আরও পড়ুনঃ আকাশে ড্রোন উড়িয়ে, লকডাউন সফল করতে রাস্তায় নামল পুলিশ
কার্যত জনশূন্য ছিল রায়গঞ্জ শহর। অত্যাবশ্যকীয় পণ্য ও ওষুধ ছাড়া অন্য কোনও দোকান সকাল থেকে খুলতে দেখা যায়নি শহরে। তবে বেলা বাড়তেই লকডাউন কেমন চলছে তা দেখতে রাস্তায় নামেন শহরবাসীর একাংশ। কোনও কাজ ছাড়া অহেতুক শহরের প্রধান রাস্তা সহ গলির ভেতরে আড্ডা জমান কেউ কেউ। এরপরেই পথে নামেন রায়গঞ্জ থানার আইসি, ডিএসপি সহ বিশাল পুলিশ বাহিনী।
শহরের বিভিন্ন এলাকায় ধরপাকড় শুরু করে পুলিশ। এরপরেই শহর লাগোয়া গ্রামে হানা দেয় তারা। সেখানেও ব্যাপক ধরপাকড় করতে দেখা যায় পুলিশকে। রায়গঞ্জ থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত লকডাউন অমান্য করায় দশজনকে আটক করা হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584