পিয়ালী দাস, বীরভূমঃ
সরকারি কর্মীকে কাজে বাধাদান এবং মারধরের অভিযোগে মল্লারপুর থানার পুলিশ গ্রেফতার করলো ময়ূরেশ্বরের বিজেপির মন্ডল সভাপতি সুশান্ত দে কে।
পুলিশ সূত্রে জানা যাচ্ছে, স্থানীয় একটি গ্রামে বাংলা আবাস যোজনার বাড়ি প্রাপকদের জিও ট্রেকিং করতে গিয়েছিল দক্ষিণ গ্রাম পঞ্চায়েতের জি আর এস কর্মী অভিজিৎ গড়াই, সেই সময় সেখানে হাজির হয় বিজেপির মন্ডল সভাপতি সুশান্ত দে।
আরও পড়ুনঃ সন্তান বিয়োগ, অভাবের জোড়া ধাক্কায় মহালয়ায় আত্মঘাতী দম্পতি
সেখানে পঞ্চায়েত কর্মী অভিজিৎ গড়াইকে উদ্দেশ্য করে অশালীন কথাবার্তা বলে বিজেপি নেতা। সাথে সাথেই পঞ্চায়েত কর্মী প্রতিবাদ করে।
পঞ্চায়েত কর্মী ওই বিজেপি নেতার মধ্যে প্রথমে বচসা হয়, এরপর আচমকাই বিজেপি নেতা সুশান্ত দে পঞ্চায়েত কর্মীর ওপর চড়াও হয় এবং মারধর করে । পঞ্চায়েত কর্মী অভিজিৎ গড়াই মল্লারপুর থানায় বিজেপি নেতার বিরুদ্ধে মারধরের লিখিত অভিযোগ করে। এরপর পুলিশ অভিযুক্ত বিজেপি নেতাকে গ্রেফতার করে বৃহস্পতিবার রামপুরহাট মহকুমা আদালতে তুললে বিচারক তিন দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিজেপি নেতা সুশান্ত দে কে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584