বীরভূমে ৪ জন আন্তঃরাজ্য গাড়ি চোরাচালানকারী গ্রেফতার, বড়ো সাফল্য জেলা পুলিশের

0
70

পিয়ালী দাস, বীরভূমঃ

আন্তঃরাজ্য গাড়ি চোরাচালানকারীদের গ্রেফতার করে বড়ো সাফল্য পেল বীরভূম জেলা পুলিশ। ঝাড়খণ্ড থেকে গাড়ি চুরি করে পালানোর সময় বীরভূমের পাইকর থানার পুলিশ গ্রেফতার করল গাড়ি চুরির গ্যাংটিকে। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, গাড়িতে থাকা গ্যাংয়ের চার সদস্যকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে।

smugglers arrested | newsfront.co
ধৃত। নিজস্ব চিত্র

এরা প্রত্যেকেই দাগি অপরাধী। ঝাড়খণ্ডের শিকারিপারা থানা থেকে একটি স্করপিও গাড়ি চুরি করে বীরভূমের পাইকর থানা এলাকা দিয়ে পালিয়ে যাচ্ছিল তারা। নাকা চেকিংয়ের সময় পাইকর থানার পুলিশ গাড়িটিকে দাঁড় করায়। কোথায় যাবে পুলিশ জানতে চাওয়ায় গাড়ির ভেতরে থাকা যাত্রীরা অসংলগ্ন কথাবার্তা বলছিল। পুলিশের সন্দেহ হওয়ায় আটক করে তাদেরকে পাইকর থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে। জিজ্ঞাসাবাদে তারা গাড়ি চুরির কথা স্বীকার করে।

আরও পড়ুনঃ শীতলখুচিতে ঝিনুক তুলতে গিয়ে নদীতে ডুবে মৃত ১,নিখোঁজ ১

চুরি যাওয়া স্করপিও গাড়িটিতে তল্লাশি চালিয়ে বিভিন্ন রকমের, ভোজালি, লোহার রড, চাকু সহ বেশ কিছু নগদ টাকা ও আরও আগ্নেয়াস্ত্র উদ্ধার করে পুলিশ। গাড়ি চুরি চক্রের সঙ্গে এই চার জন দুষ্কৃতী সরাসরিভাবে যুক্ত বলেও জানা গিয়েছে। এদের বিরুদ্ধে ঝাড়খণ্ডের পাকুড়, শিকারীপাড়া,হিরনপুর,লিট্টীপাড়ায়,একাধিক অপরাধের মামলা রুজু আছে।

গাড়ি চুরি ছাড়াও সব রকমের অপরাধের সঙ্গে এরা যুক্ত। এদের মধ্যে আনিউদ্দিন শেখের বাড়ি বীরভূমের মুরারই থানা এলাকায়, বাকি তিনজন অনদীপ কুমার মন্ডল, করণ কুমার মন্ডল, বিষ্ণু কুমার মন্ডল – এদের প্রত্যেকের বাড়ি ঝাড়খণ্ডে। বীরভূমের পুলিশ সুপার শ্যাম সিং জানিয়েছেন, বীরভূম জেলার সমস্ত থানা এলাকায় অপরাধ এবং অপরাধীদের রুখতে কড়া নাকা চেকিং শুরু করা হয়েছে। অভিযুক্তদের রামপুরহাট মহকুমা আদালতে তুললে বিচারক চোদ্দো দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here