করোনা সচেতনতায় বিশেষ উদ্যোগ পুলিশের

0
54

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ

করোনা সচেতনতার বিশেষ উদ্যোগ নিল জেলা পুলিশ। মুর্শিদাবাদ জেলা পুলিশের উদ্যোগে বহরমপুর শহরে শনিবার একটি সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হল।

corona awareness program | newsfront.co
নিজস্ব চিত্র

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক জগদীশ প্রসাদ মিনা, মুর্শিদাবাদ নদিয়া রেঞ্জ ডিআইজি মুকেশ কুমার, পুলিশ সুপার কে. সাবেরি রাজকুমার, অতিরিক্ত পুলিশ সুপার হেডকোয়ার্টার অনিশ সরকার, অতিরিক্ত পুলিশ সুপার লালবাগ তন্ময় সরকার, বহরমপুর থানার আইসি সনৎ দাস, মুখ্য স্বাস্থ্য আধিকারিক ড: প্রশান্ত বিশ্বাস। প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভারম্ভ হয়।

আরও পড়ুনঃ আমপানে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে স্বেচ্ছাসেবীরা

উপস্থিত অধিকর্তারা জানান, ‘করোনা ভাইরাস মোকাবেলায় মানুষকে যেভাবে সচেতন করা হয়েছে, লকডাউনের সময়ও আগামী দিনে যাতে মানুষের মধ্যে এই সচেতনতা বজায় থাকে সেই দিকেই নজর রাখা হবে। প্রতিটি ব্যবসায়ীরা স্যানিটাইজার এবং মাস্ক ব্যবহার করছেন কিনা নজরে রাখা হবে।

পাশাপাশি সামাজিক দূরত্ব বজায় রাখা হচ্ছে কিনা এসব কিছুর প্রতি নজর দেওয়া হবে।’ এদিন পথচলতি সাধারণ মানুষকে মাছ ও স্যানিটাইজার বিতরণ করা হল জেলা পুলিশের পক্ষ থেকে। যদি কেউ মাস্ক না পড়েন, তাহলে তার বিরুদ্ধে বিশেষ আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তারা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here