মনিরুল হক,কোচবিহারঃ
মুখ্যমন্ত্রীর সভাস্থল, মঞ্চ তৈরির কাজ ও হেলিপ্যাড পরিদর্শন করলেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা।আজ মাথাভাঙা কলেজ মোড় এলাকায় ওই সভাস্থল পরিদর্শন করেন পুলিশ কর্তারা।পুলিশ কর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি আনন্দ কুমার,কোচবিহার পুলিশ সুপার অভিষেক গুপ্তা ও অতিরিক্ত পুলিশ সুপার ইন্দ্রজিৎ সরকার সহ বিভিন্ন দফতরের আধিকারিক ও তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতৃত্বরা।
৪ এপ্রিল মাথাভাঙায় কলেজ মোড় এলাকায় কোচবিহার লোকসভা কেন্দ্রের দলীয় প্রার্থী পরেশ চন্দ্র অধিকারীর সমর্থনে সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।ওই সভার পরের দিন অর্থাৎ ৫ এপ্রিল দিনহাটার সাহেবগঞ্জ এলাকায় ও কোচবিহার সংলগ্ন অসমের ধুবরিতে দলীয় প্রার্থীর হয়ে সভা করবেন তিনি।দলীয় সূত্রের খবর ৮ এপ্রিল কোচবিহার রাসমেলার মাঠে তাঁর সভা করার কথা রয়েছে।তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও ৩ এপ্রিল কোচবিহারের দিনহাটা ও তুফানগঞ্জে সভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
প্রচারে ঝড় তোলার জন্য তৃণমূল যেমন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আসছে।
আরও পড়ুনঃ ব্রিগেডের প্রচারে গড়বেতায় বিজেপির মিছিল
তেমনি বিজেপিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এনে কোচবিহারের প্রচারে ঝড় তুলতে চাইছে।৭ এপ্রিল তাঁর কোচবিহারে জনসভা করার কথা রয়েছে বলে জানা গিয়েছে।তবে সভার মাঠ বিজেপি এখনও স্থির করতে পারে নি বলে জেলা নেতৃত্ব সূত্রে জানা গিয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584