দোল উৎসবে অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসনের আলোচনা শিবির বেলদায়

0
42

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

police protect to public from unpleasant incident on holi | newsfront.co
নিজস্ব চিত্র

সামনেই দোল পূর্ণিমা আর এই দোল পূর্ণিমায় যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, দোলের আনন্দ যাতে নিরানন্দ না হয়, তাছাড়া উৎসবটিকে সবাই যাতে সুন্দর ভাবে উপভোগ করতে পারেন সেই জন্য এলাকার সমস্ত ধর্মের মানুষ, ক্লাব সংগঠন, ব্যবসায়ী ও পুলিশ প্রশাসনকে নিয়ে একটি আলোচনা শিবিরের আয়োজন করা হলো শনিবার বেলদার একটি গেস্ট হাউসে।

এই দোল পূর্ণিমার বিশেষত্ব কি রয়েছে এবং বর্তমান পরিস্থিতি ও তার সচেতনতামূলক বিষয় গুলি তুলে ধরেন উপস্থিত পুলিশ প্রশাসনের আধিকারিকরা।তাছাড়া বর্তমান আধুনিক মোবাইল ও ইন্টারনেটের যুগে বিভিন্ন গুজব যে হারে ছড়িয়ে পড়ছে তা থেকেও এলাকাবাসীরা যাতে বিরত থাকেন সে বিষয়ে সচেতন করা হয় এদিন।

police protect to public from unpleasant incident on holi | newsfront.co
নিজস্ব চিত্র

কোন কৃত্রিম রঙ নয় ভেষজ রঙ ব্যবহার করুন, হোলির আনন্দ উপভোগ করুন। এই দোল উৎসবে আপনার নিরাপত্তা আপনাদেরই হাতে।

আরও পড়ুনঃ “বাংলার গর্ব মমতা” কর্মসূচি অনুষ্ঠিত হল পশ্চিম মেদিনীপুরে

তাছাড়া এদিন উপস্থিত সমস্ত ব্যক্তিদের কাছ থেকেও তাদের সুবিধা-অসুবিধার কথাগুলি জানতে চান প্রশাসনিক আধিকারিকরা।

এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেলদা থানার ভারপ্রাপ্ত আধিকারিক গৌতম মাইতি, জোড়া গেরিয়া ফাঁড়ির ভারপ্রাপ্ত আধিকারিক অঞ্জনি কুমার তিওয়ারি, বেলদার এসডিপিও সুমন কান্তি ঘোষ ও বেলদা থানা এরিয়ার সার্কেল ইনস্পেক্টর শান্তনু বসু সহ প্রশাসনের আধিকারিকরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here