নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ

ফালাকাটার দেওগাঁও গ্রাম পঞ্চায়েত দপ্তরে বিজেপির থেকে এগারো দফা দাবি নিয়ে গণ ডেপুটেশনকে কেন্দ্র করে মতায়ন থাকে বিশাল পুলিশ বাহিনী।গণ ডেপুটেশনকে কেন্দ্র করে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেই দিকে লক্ষ্য রেখে ফালাকাটা থানার আইসি সহ উপস্থিত ছিল বিশাল পুলিশবাহিনী।

পুলিশের ঘেরা টোপের মধ্যে বিজেপির এক প্রতিনিধি দল তাদের এগারো দফা দাবি পেশ করে।

বিজেপির মন্ডল সম্পাদক চিত্তরঞ্জন সরকার বলেন, “আমাদের দাবি সবগুলোই মেনে নিয়েছেন প্রধান । আমরা আশা করব দেওগাঁও গ্রামের উন্নয়নের লক্ষে দ্রুত কাজ শুরু করবেন ।”
আরও পড়ুনঃ দিনহাটায় আন্দোলনে সিপিআইএমের কৃৃষক সংগঠন

দেওগাঁও গ্রাম পঞ্চায়েত প্রধান মাধবী বর্মণ বলেন, “ওনাদের দাবিগুলির মধ্যে কয়েকটির কাজ প্রায় শেষের দিকে, আর যে দু একটি দাবির কাজ বাকি আছে সেগুলো আমরা দ্রুত করার প্রস্তুতি নিচ্ছি ।”সব শেষ এ শান্তিপূর্ন ভাবে এদিন ডেপুটেশন কর্মসূচি হয় ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584