নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
সঠিকভাবে খাদ্য সামগ্রী সরবরাহ, বণ্টন করা হচ্ছে কি না তা খতিয়ে দেখতে শনিবার সকালে আচমকা হানা দিলেন পুলিশের পদস্থ কর্তারা। এদিন একাধিক রেশন দোকানে হানা দেন তাঁরা।
অতিরিক্ত জেলা পুলিশ সুপার নিকিতা ফনিনের নেতৃত্বে পুলিশ কর্তারা রায়গঞ্জ ব্লক ও শহর এলাকার কয়েকটি রেশন দোকান ঘুরে দেখেন। রাজ্যজুড়ে রেশন দুর্নীতি নিয়ে একাধিক অভিযোগ আসছে। অনেক ক্ষেত্রে ডিলার অভিযুক্ত হলেও খাদ্য সামগ্রী সরবরাহেও সমস্যা থাকছে।
আরও পড়ুনঃ কেন্দ্রের চাল অখাদ্য, সাংবাদিক সম্মেলনে বললেন শুভাশিস
রেশন দোকানে গিয়ে সামাজিক দূরত্ব মানা হচ্ছে কি না তা এদিন তা খতিয়ে দেখেন পুলিশ কর্তারা। ডিলারদের সঙ্গে কথাও বলেন তাঁরা। অতিরিক্ত পুলিশ সুপার নিকিতা ফনিন জানান, “রেশন দোকানগুলি সুপারভাইজ় করতে এসেছিলাম। ডিলারদের নির্দেশ দিয়েছি, সামাজিক দূরত্ব বজায় রেখে যেন রেশন সামগ্রী বণ্টন করা হয়।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584