হোটেল থেকে তৃনমূল পঞ্চায়েত সদস্যের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্রকরে উত্তেজনা

0
303

ভাস্কর ঘোষ, মুর্শিদাবাদ: মঙ্গলবার সকালে মুর্শিদাবাদ থানার পুলিশ লালবাগের এক হোটেল থেকে কায়েম শেখ (42) নামে এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করে।সূত্রের খবর এই যে, মৃত কায়েম শেখ বহরমপুর থানার বাজারপাড়া এলাকার বাসিন্দা। তিনি রাধার ঘাট -1 গ্রাম পঞ্চায়েতের তৃনমূল কংগ্রেসের নির্বাচিত সদস্য।

এই মৃতদেহ উদ্ধারের খবর পেয়ে মৃতের উত্তেজিত আত্মীয়রা উদ্ধার হওয়া হোটেলের আসবাবপত্র ভাঙচুর করে হোটেলটিতে আগুন ধরিয়ে দেয়। আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন এসে ঘন্টা খানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

খুনের ঘটনায় পুলিশ সন্দেহভাজন এক যুবক রাজু সেখ ও এক তরুণী  আদুরী খাতুন নামে দুইজনকে গ্রেপ্তার করে।

জ্বলছে হোটেল

ঘটনার প্রকাশ এই যে, গত রবিবার থেকে কায়েম শেখ নিখোঁজ ছিল। বহরমপুর থানায় নিখোঁজ ডায়েরীও করে তার পরিবারের লোকজন। তদন্তে নেমে পুলিশ জানতে পারে যে, একই এলাকার বাসিন্দা কয়েম সেখ রাজু সেখ ও আদুরী খাতুন একসঙ্গে লালবাগের ঐ হোটেলে আসে। কিছুক্ষণ কাটানোর পর রাজু আদুরী চলে যায়। তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। যে গাড়ীতে করে কয়েম রাজু আদুরীরা হোটেলে আসে লালবাগের হুলাসপুর এলাকার একটি জঙ্গল থেকে গাড়ীটি উদ্ধার করে পুলিশ। কায়েম খুনের মোটিভ নিয়ে পুলিশ এখনো অন্ধকারে।

এই খুনকে ঘিরে রাজনৈতিক চাপান উতোর সৃষ্টি হয়েছে। মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেসের মুখপত্র অশোক দাস আমাদের প্রতিনিধিকে জানান যে, “কায়েম শেখ তৃণমূলের নির্বাচিত পঞ্চায়েত সদস্য, তাই কংগ্রেস ও সি পি এমের আশ্রিত দুষ্কৃতিরা পঞ্চায়েত নির্বাচনের আগে তাঁকে চক্রান্ত করে খুন করেছে। আমরা চাই পুলিশ প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে গ্রেফতার করুক।” কংগ্রেস ও সি পি এম তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দের দিকে আঙ্গুল তুলেছে। জেলা কংগ্রেসের মুখপাত্র জয়ন্ত দাস বলেন, ” এই জেলায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ যে বিরাট আকার ধারণ করেছে তা বিভিন্ন সভায় শুভেন্দু বাবুর বক্তব্যেই পরিস্কার, তিনি প্রতিটি সভায় গোষ্ঠীদ্বন্দ মানবো না বলে দলীয় কর্মীদের হুশিয়ারি দিচ্ছেন। আয তৃণমূল রাজ্যের ক্ষমতায় আছে তারা পুলিশ প্রসাশনের উপর ভরসা না রেখে অন্যের উপর দোষারোপ করে কোন যুক্তিতে?” সি পি এমের জেলা সম্পাদক মৃগাঙ্ক ভট্টাচার্য জানান যে, “এই খুনের সঙ্গে আমাদের দলের কোন সম্পর্ক নেই। “

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here