নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
পুলিশি তৎপরতায় শেষ পর্যন্ত স্কুলের খোয়া যাওয়া জিনিসের হদিশ মিলল। মঙ্গলবার দুষ্কৃতী সমেত চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করল মানিকচক থানার পুলিশ।

পুলিশ সূত্রে খবর, মানিকচক থানা মথুরাপুর হাইস্কুলে গত কিছুদিন আগে একটি চুরির ঘটনা ঘটে। স্কুলের ক্লাস রুমের ফ্যান, গ্যাস সিলিন্ডার ওভেন সহ বেশ কিছু মূল্যবান সামগ্রী চুরি গিয়েছিল।
স্কুল কর্তৃপক্ষের অভিযোগে তদন্ত শুরু করে পুলিশ। এরপর এনায়েতপুর অঞ্চলের শেখপুরা গ্রাম থেকে ৫ দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিশ।
আরও পড়ুনঃ জেলা পরিষদের বরাদ্দ অর্থে জলের ট্যাংকের কাজের শিলান্যাস
চুরির সঙ্গে যুক্ত থাকায় আরও চারজনকে গ্রেফতার করা হয়। ধৃতদের নাম শেখ আশিক, শেখ এনামুল,মহঃ আলিউল,শেক আবেদ এবং মোঃ তাফাজ্জুল। ধৃতদের প্রত্যেকের বাড়ি শেখপুরা গ্রামে।
ধৃতদের জিজ্ঞাসাবাদ করে চুরি হওয়া সাতটি সিলিং ফ্যান, দুটি টেবিল ফ্যান, দুটি গ্যাস সিলিন্ডার, দুটি গ্যাস ওভেন, একটি পাম্প মেশিন একটি মোটরবাইক উদ্ধার করে পুলিশ। মানিকচক থানার পুলিশ মঙ্গলবার সকালে অভিযুক্তকে ৭ দিনের পুলিশি হেফাজত চেয়ে মালদহ জেলা আদালতে পেশ করেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584