সমবায় ব্যাংক দুর্নীতি মামলায় গভীর রাত পর্যন্ত তল্লাশি অর্জুনের বাড়িতে

0
70

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের বাড়িতে শনিবার গভীর রাত পর্যন্ত পুলিশি তল্লাশি, সমবায় ব্যাংক দুর্নীতি মামলায় এই তল্লাশি ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। এর আগেও পুলিশ তল্লাশির জন্য বেশ কয়েকবার হানা দিয়েছে অর্জুন ও তাঁর ঘনিষ্ঠদের বাড়িতে।

arjun singh | newsfront.co
অর্জুন সিং- ফাইল চিত্র

শনিবারও সার্চ ওয়ারেন্ট সঙ্গে নিয়ে অর্জুন সিংয়ের বাড়িতে যায় পুলিশ। এদিন পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগও উঠেছে। বিজেপি সাংসদ অর্জুন সিং এই ঘটনাকে ‘প্রতিহিংসার রাজনীতি’ বলে অভিযোগ করেন।শনিবার বিকেলে হালিশহরে ‘গৃহ সম্পর্ক অভিযান’-এ গিয়ে এক বিজেপি কর্মীকে পিটিয়ে খুন করার অভিযোগ ওঠে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে।

আরও পড়ুনঃ শুভেন্দু অনুগামী কনিষ্ককে বহিষ্কার করল তৃণমূল

ওই নিহত বিজেপি কর্মীকে দেখতে শনিবার কল্যাণী হাসপাতালে গিয়েছিলেন অর্জুন। এরপর হঠাৎ করেই রাত আটটা নাগাদ সাংসদের ভাটপাড়ার বাড়িতে সার্চ ওয়ারেন্ট নিয়ে হাজির হয় পুলিশ বাহিনী, এবং তল্লাশির কথা জানায়। অর্জুন সিং সেই সময় বাড়িতে না থাকায় পুলিশকে বাড়িতে ঢুকতে বাধা দেন সাংসদের নিরাপত্তারক্ষীরা। রাত দশটা নাগাদ অর্জুন বাড়িতে ফিরলে পুলিশকে ভিতরে যাওয়ার অনুমতি দেওয়া হয়। গভীর রাত পর্যন্ত চলে তল্লাশি।

আরও পড়ুনঃ এনওসি দিতে নারাজ নবান্ন! আইপিএস অফিসারদের কেন্দ্রীয় ডেপুটেশনে বদলি মানছে না রাজ্য

ভাটপাড়া সমবায় ব্যাঙ্ক দুর্নীতি মামলায় টাকা তছরূপের অভিযোগে এর আগেও পুলিশ একাধিকবার হানা দিয়েছে অর্জুন ও তাঁর ঘনিষ্ঠদের বাড়িতে। অর্জুন সিংয়ের এক নিকটাত্মীয় গ্রেপ্তারও হয়েছেন এই মামলায়। ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং এই ঘটনায় রাজ্য সরকারের বিরুদ্ধে প্রতিহিংসার রাজনীতির অভিযোগ তুলেছেন।

অর্জুনের অভিযোগ, হালিশহরে বিজেপি কর্মীকে পিটিয়ে যখন প্রকাশ্যে পিটিয়ে খুন করা হল তখন পুলিশের তৎপরতা দেখা গেলোনা, খুনের ঘটনায় অভিযুক্ত তৃণমূল কর্মীদের ধরার কোনো চেষ্টাই করলো না পুলিশ, উল্টে তাঁর বাড়িতেই তল্লাশি চালাতে হাজির হল পুলিশ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here