নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ
সাধারণ মানুষকে সচেতন করতে বিশেষ উদ্যোগ নিল বাঁকুড়া সদর ট্রাফিক পুলিশ।এই মুহূর্তে গোটা বিশ্বে আতংকের আরেক নাম নোভেল করোনা ভাইরাস । আর এই ভাইরাস সংক্রমণ প্রতিরোধের জন্য দেশ জুড়ে চলছে লকডাউন।

ভাইরাস সংক্রমণ প্রতিরোধের একমাত্র উপায় জমায়েত না করা এবং দূরত্ব বজায় রাখা । রাজ্য সরকার সাধারণ মানুষকে সচেতন করতে বারবার প্রচার চালিয়ে যাচ্ছেন। কিন্তু তারপরেও এক শ্রেণীর মানুষ বাড়ির বাইরে বেরিয়ে আসছেন । আর এই করোনা ভাইরাস কতটা মারাত্মক, আমেরিকা ও ইতালির ছবিটা স্পষ্ট করে দিয়েছে।

কিন্তু তারপরও সাধারণ মানুষজন বাড়ির বাইরে বেরিয়ে আসছেন । এবার সেই সমস্ত সাধারণ মানুষদের সচেতন করতে বিশেষ উদ্যোগ নিল বাঁকুড়া সদর ট্রাফিক পুলিশ ।
আরও পড়ুনঃ লকডাউনে মুমূর্ষ রোগীদের প্রানদায়ী ওষুধ দিয়ে নজির গড়লেন রায়গঞ্জের যুবক
এদিন বাঁকুড়া শহরের মাচানতলা মোড় সংলগ্ন এলাকায় যে সমস্ত সাধারণ মানুষ সরকারি নির্দেশিকাকে অমান্য করে বাড়ির বাইরে বেরিয়ে আসছেন, তাদের বাঁকুড়া সদর ট্রাফিক পুলিশের পক্ষ থেকে রাস্তায় দাঁড় করিয়ে একদিকে বাইকে স্টিকার আটকানো হচ্ছে। আটকানো স্টিকার লেখা রয়েছে বাড়িতে থাকুন, সুস্থ থাকুন ।
এমনকি স্যানিটাইজার দিয়ে সকলের হাত সাফাই করতেও বলা হচ্ছে। তারপর তাদের গোলাপ ফুল ও পুলিশের তরফে মাস্ক তুলে দেওয়া হচ্ছে।অর্থাৎ এক প্রকার বাইরে না বেরোবার সচেতন বার্তা দেওয়া হচ্ছে পুলিশের তরফে। এর ফলে সাধারণ মানুষের আগামী দিনে সচেতনতা ফেরে কিনা এখন সেটাই দেখার বিষয়।
যদিও এদিন সদর ট্রাফিক পুলিশের এক আধিকারিক গৌতম সেন বলেন, এটা আমাদের প্রতিনিয়ত প্রয়াস চলছে সাধারণ মানুষকে সচেতন করতে । এর ফলে সাধারণ মানুষ কিছুটা হলেও সচেতন হবেন বলে আশাবাদী তিনি। এর পাশাপাশি মনোরঞ্জন পাল নামে এক ব্যক্তি বলেন , পুলিশের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। এর ফলে সাধারণ মানুষ অনেকটাই সচেতন হবেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584