সজিবুল ইসলাম, মুর্শিদাবাদঃ
শুক্রবার মুর্শিদাবাদ জেলার বড়য়া ব্লকের দুই না বালিকা মেয়ের বিয়ে বন্ধ করলো পুলিশ ও স্বেচ্ছাসেবী সংস্থা সিনি। অভিযোগ বড়য়া ব্লকের ফতেপুর গ্রামের দশম শ্রেণীর এক ছাত্রী বিবাহ রেজিস্ট্রি করার জন্য আবেদন করেন সম্পূর্ণ বেআইনিভাবে। তার বিয়ের বন্দোবস্তও করে তার পরিবারের সদস্যরা।
আরও পড়ুনঃ মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত কান্দির একই পরিবারের ৫ জন, আহত আরো ৫ জন।
পাশাপাশি একই ব্লকের বোবরপুর গ্রামের এক নাবালিকার বিয়ে দেওয়ার জন্য বাড়িতে পাত্রপক্ষ কে ডেকে আনেন তার অভিভাবকরা। এবংঐ নাবালিকার সাথে বিয়ের সমস্ত কথাবার্তা পাকাপাকি করা হয়। শুক্রবার সেই খবর পেয়েই বড়য়া থানার পুলিশ ও স্বেচ্ছাসেবী সংস্থা সিনি হানা দেয় ওই দুটি কিশোরীর বাড়িতে। পরে তাদের অভিভাবকের কাছে মুচলেকা লিখিয়ে নেন তাঁরা। ওই দুই নাবালিকা বিয়ে বন্ধের নির্দেশ দেওয়া হয় প্রশাসনের পক্ষ থেকে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584