বাজারে ভিড়, অপ্রয়োজনে রাস্তায় বেরনোর অপরাধে কান ধরে শাস্তি পুলিশের

0
116

মনিরুল হক, কোচবিহারঃ

সরকারি নির্দেশিকাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে কোচবিহারে বিভিন্ন বাজার গুলোতে ভিড় বেড়েই চলেছে ক্রমশ। প্রতিদিন সকালে প্রায়ই মর্নিংওয়াকে বের হচ্ছেন কেউ না কেউ। এছাড়াও দু একটা দোকানে চা পানের আড্ডাও জমে উঠেছে জোরকদমে। এছাড়া পাড়ার রকে আড্ডা নিয়ে তো কোন কথাই নেই।

punishment | newsfront.co
নিজস্ব চিত্র

যখন প্রধানমন্ত্রী নিজে ২০ এপ্রিল পর্যন্ত বেশি করে সতর্ক থাকার জন্য জনগনকে বলেছেন, তখন একটা অংশের মানুষের এই আচরণে উদ্বেগ তৈরি হয়েছে।যদিও প্রশাসনের পক্ষ থেকে মানুষকে লকডাউন পালন করাতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করতে দেখা যাচ্ছে।

আরও পড়ুনঃ লকডাউনের দুপুরে রাস্তায় পরে থাকা পরিত্যক্ত ব্যাগ ঘিরে চাঞ্চল্য রায়গঞ্জে

এদিন সকালে প্রাতঃ ভ্রমণে বের হয়ে কোচবিহার সাগরদিঘি চত্বরে আসা অনেককেই পুলিশের তাড়া খেতে হয়েছে।এমনকি শহরের কলাবাগান এলাকার বাজারেও ব্যাপক ভির হচ্ছে জেনে, সেখানে হাজির হয়েছে কোতোয়ালি থানার পুলিশ। এমনকি রাজ্যের মুখ্যমন্ত্রী ভিড় নিয়ন্ত্রণ করার পাশাপাশি সকলকে মাস্ক ব্যবহার করার কথা বলার পরেও, মাস্ক ব্যবহার করতে দেখা যাচ্ছে না কাউকেই।

এছাড়াও অপ্রয়োজনে রাস্তায় বের হওয়ার অপরাধে অবাধ্যদের কান ধরে উঠবস করাতেও দেখা গিয়েছে পুলিশকে । যদিও পুলিশের কোন আধিকারিক এ নিয়ে প্রকাশ্যে কিছু বলতে রাজি হননি। যদিও শহরের এক বাসিন্দা বলেন, “আমরা সাত দিনের জন্য এক সাথে বাজার করে নিয়ে যাই। খুব ভিড় দেখলে দূরে দাঁড়িয়ে থাকি। তাঁদের হচ্ছে সমস্যা। অনেক সময় ভিড় দেখে বাজার না করেই বাড়িতে যেতে হচ্ছে। এদিন অবশ্য পুলিশ এসে ভিড় নিয়ন্ত্রণ করার পরে দ্রুত পরিস্থিতির বদল হয়েছে।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here