লকডাউনে রাস্তায় নেমে টহলের সময় সাফাইকর্মীদের সন্মান পুলিশ সুপারের

0
38

নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ

লকডাউনের মধ্যে কাজ করার জন্য রায়গঞ্জ পুরসভার সাফাই কর্মীদের প্রণাম করে সম্মান জানালেন পুলিশ সুপার সুমিত কুমার। করোনা আতঙ্কের মাঝে সাফাই কর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে যেভাবে কাজ করছেন তাতে সম্মান জানাতেই হয় বলে মন্তব্য পুলিশ সুপারের।

cleaning staff | newsfront.co
নিজস্ব চিত্র

এমন অভিনন্দন পেয়ে উচ্ছ্বসিত সাফাই কর্মীরাও। লকডাউন কেমন চলছে তা সরজমিনে দেখতে শনিবার পুলিশ সুপার নিজেই রায়গঞ্জের রাস্তায় নেমেছিলেন। হেঁটেছেন শহরের এপ্রান্ত থেকে অন্য প্রান্তে। করোনা সংক্রমণ রায়গঞ্জ শহর এলাকায় যেভাবে ছড়িয়ে পড়ছে তাতে আতঙ্কিত হয়ে পড়েছেন সাধারণ মানুষ। সেই আতঙ্কের মধ্যেই রায়গঞ্জ পুরসভার সাফাই কর্মীরা দিনরাত পরিশ্রম করে শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখছেন। শনিবার সাপ্তাহিক লকডাউনের দ্বিতীয় দিনেও তার অন্যথা হয়নি৷ শহরের বিভিন্ন এলাকায় আর্বজনা পরিষ্কার করার কাজ চালু রেখেছেন তারা।

police super | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ চোপড়াকান্ডে ধৃত বিজেপি নেতার পুলিশ হেফাজত

শহরের অশোকপল্লীতে পুরসভার সাফাইকর্মীদের নজরে আসতেই সেখানে দাঁড়িয়ে পড়েন পুলিশ সুপার। দুই হাত জড়ো করে সাফাই কর্মীদের প্রণাম জানান তিনি। পুলিশ সুপার আচমকা সেখানে দাঁড়িয়ে যাওয়াতে সাময়িক ভাবে কিছুটা ভয় পেলেও পরে স্বাভাবিক হন সাফাই কর্মীরা। পুলিশ সুপার সুমিত কুমার জানান,করোনা আবহে সাফাই কর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন সেই কাজকে সম্মান জানাতেই হয়।

civic police | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ নগ্ন দেহে মাস্ককে সম্বল করে অভিজাত অক্সফোর্ড স্ট্রিটে পায়চারি যুবকের

অন্যদিকে, লকডাউন অমান্য করার অভিযোগে ইসলামপুর পুলিশ জেলার বিভিন্ন থানা থেকে ৪৫ জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার লকডাউনকে সফল করতে রাজ্য সড়ক থেকে শুরু করে জাতীয় সড়কে পুলিশি টহল ছিল জোরদার।

যারা এই লকডাউন অমান্য করেছে তাদেরকে গ্রেফতার করার পাশাপাশি তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার পথেই হেঁটেছে পুলিশ। ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার শচীন মাক্কার জানিয়েছেন, মোট পঁয়তাল্লিশ জন গ্রেফতার হয়েছে ইসলামপুর পুলিশ জেলায়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here