বহরমপুরের পর বর্ধমান রংরুটে পুলিশের গাড়ি ধাক্কা মারল বাইক আরোহীকে

0
72

নিজস্ব সংবাদদাতা,বর্ধমানঃ 

সেফ ড্রাইভ সেভ লাইফের সবক শেখানো পুলিশের গাড়িই রংরুটে গিয়ে এক মোটরবাইক আরোহীকে ধাক্কা মারার অভিযোগে উত্তেজনা ছড়াল। জানা যায়,  নিয়ম মেনে রাস্তার বাঁ দিক দিয়ে হেলমেট সহ এক মোটরবাইক আরোহী বীরহাটার দিকে যাচ্ছিল সেই সময় বর্ধমানের কালীবাজার মোড়ে জিটি রোডে নীলবাতি লাগানো পুলিশের একটি গাড়ি রং রুটে এসে ওই মোটরবাইক আরোহীকে ধাক্কা মারে। স্থানীয় জনতা রীতিমত ক্ষোভে ফেটে পড়ে, ভাঙচুর চালানো হয় পুলিশের গাড়িতেও। বাইক আরোহী আহত উত্তম মইলিকে নিয়ে যাওয়া হয় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে।

জনরোষে বিধ্বস্ত পুলিশের গাড়ী।নিজস্ব চিত্র

অভিযোগ মোটরবাইক আরোহীকে ধাক্কা মারার পরও বেপরোয়া হয়ে তাকেই মারধোর করে পুলিশ। এখানেই প্রশ্ন উঠছে কেন পুলিশের এই আচরণ? পুলিশের গাড়িতে ভাঙচুরের ঘটনায় মোটর বাইকটির মালিককে তদন্তের জন্য আটক করা হয়েছে। এই ঘটনায় বর্ধমানের নীলপুরের বাসিন্দা স্বপন কুমার পাল জানিয়েছেন, এদিন বিকালে তিনি তাঁর মোটরবাইক দিয়ে গাড়ির চালক উত্তম মইলিকে পাঠান ষ্টেশন এলাকায় তাঁর ভাইকে বাসে তুলে দেওয়ার জন্য। উত্তম মইলি তাঁর ভাইকে বাসে তুলে দিয়ে ফিরছিলেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here