পিয়ালী দাস, বীরভূমঃ
রাজনৈতিক সংঘর্ষে ফের উত্তপ্ত পাড়ুই। এবার ঘটনাস্থল শিমুলিয়া গ্রাম। জানা গিয়েছে, শনিবার বিজপি-তৃণমূলের সংঘর্ষে ধুন্ধুমার ছড়ায় এলায়। ঘটনা চরম পরিস্থিতি নেয়। আগুন লাগিয়ে দেওয়া হয় এক বিজেপি ও আর এক তৃণমূল কর্মীর বাড়িতেও।
তবে কি থেকে এই অশান্তি? স্থানীয়রা জানাচ্ছেন, গ্রাম কাদের দখলে থাকবে সেই নিয়েই ঝামেলার লাগে। তৃণমূলের অভিযোগ, মিলন শেখ আগে বিজেপির সদস্য ছিলেন। বর্তমানে তিনি তৃণমূলের সদস্য। এই রোশেই বিজেপি কর্মীরা তাঁর বাড়িতে আগুন লাগিয়েছে। যদিও, অভিযোগ অস্বীকার করছে গেরুয়া শিবির। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পাড়ুই থানার বিশাল পুলিশ বাহিনী।
আরও পড়ুনঃ নাগরিকত্বের নথির অভাবেই আত্মহত্যা দাবি স্থানীয়দের
জানা গিয়েছে, তৃণমূল কর্মী মিলন শেখ ও বিজেপি কর্মী সবুর শেখের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। উল্লেখ্য, রবিবার সকাল থেকেই দুই পক্ষের বোমাবাজিতে উত্তেজনা জারি রয়েছে গ্রামে। টহল দিচ্ছে পুলিশ বাহিনী।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584