কলকারখানার বর্জ্য পদার্থে দূষিত এলাকা

0
729

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

পরিবেশের কোনো অংশই আজ দূষণমুক্ত নয়।প্রতিনিয়ত প্রাকৃতিক পরিবেশের দূষণ ঘটছে ব্যাপক হারে।দূষণের ঝুঁকিতে পড়ে মানুষসহ সকল উদ্ভিদ ও প্রাণীর জীবন ধারণে বিঘ্ন ঘটছে। পরিবেশের মাটি,জল ও বায়ু,মাটির উপরের জল এমনকি ভূগর্ভস্থ জল কোনো কিছুই নিরাপদে নেই।যা অাবহাওয়ার বিরূপ আচরণ ও জলবায়ু পরিবর্তনে মারাত্মক প্রভাব ফেলেছে।এই দূষণ থেকে বাদ যাচ্ছে না ভাদুতলা।কারখানার বর্জ্য পদার্থ নিরাপদ জায়গায় ফেলার কোন ব্যবস্থা নিচ্ছে না কারখানা কর্তৃপক্ষ।

দূষনের গ্রাসে।নিজস্ব চিত্র

এমনই অভিযোগ শালবনী ব্লকের কর্ণগর গ্রাম পঞ্চায়েতের অধীনস্ত কলাবেড়িয়া, ভাদুতলা ও নিশ্চিন্তপুর এলাকার বাসিন্দাদের। ভাদুতলায় রয়েছে একটি চাল ও তেল মিল।এই চাল মিল ও তেল মিল থেকে নির্গত হচ্ছে বিষাক্ত ধোঁয়া, চারিদিকে ছড়িয়ে পড়ছে বর্জ্য পদার্থ। এলাকাবাসীর বক্তব্য কারখানার বর্জ্য পদার্থ কৃষি জমি ও রাস্তার পাশে ফেলে দিচ্ছে কর্তৃপক্ষ।যার ফলে চাষের ক্ষতি হচ্ছে। চিমনি থেকে নির্গত ধোঁয়ায় স্বাস্থ্যেরও ক্ষতি হচ্ছে।বাইরে সাদা কাপড় রাখলে কিছুপর তার উপর কালো স্তর পড়ে যাচ্ছে,জলের উপরও পড়ছে কালো আস্তরন।কারখানায় জমছে দূষিত জল। এই দূষিত জলে জন্ম নিচ্ছে মশা মাছি, যার ফলস্বরূপ রোগের বৃদ্ধি ঘটছে এলাকায়।ফলে এলাকায় দূষণ নিয়ে বাড়ছে ক্ষোভ।বিশেষ সূত্রে খবর বিষয়টি নিয়ে প্রশাসনের কাছে গণস্বাক্ষরসহ লিখিত অভিযোগ জানাতে চলেছে এলাকাবাসী ।এলাবাসীর দাবী কারখানার বর্জ্য পদার্থ রাস্তা বা জমিতে ফেলা চলবে না।আধুনিক (দূষণ নিয়ন্ত্রক) ও উঁচু চিমনি লাগাতে হবে। কারখানার দূষিত পদার্থ কারখানার মধ্যে রাখতে হবে।

আরও পড়ুনঃ গোয়ালতোড়ে জলে ডুবে মৃত মহিলা

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here