নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ
প্রতিমা নিরঞ্জনের পর মাদারিহাট হলং নদীতে যেসব প্রতিমা কাঠামো অন্যান্য যাবতীয় সামগ্ৰী পড়ে আছে এর ফলে জলদূষণ ছড়াচ্ছে মাদারিহাট হলং নদীতে।প্রতিবার মাদারিহাট হলং নদীতে প্রায় ৫০ টি বেশি প্রতিমা নিরঞ্জন হয় এবার ও ৫০ টি বেশি প্রতিমা নিরঞ্জন হয়েছে এবং বিসর্জন পর হলং নদীর ঘাট সাফাই হয়নি তেমনি হলং নদীতে পড়ে আছে প্রতিমা কাঠামো, কাপড়,রং এসব সেগুলো তোলা হয়নি আর হলং নদীটি জলদাপাড়া জাতীয় উদ্যান হয়ে বয়ে গিয়েছে।
এই হলং নদীর জল যেমন জলদাপাড়া জাতীয় উদ্যানের বন্যপ্রাণ রা পান করে তেমনি কুনকি হাতিরা পান করে আর এই দূষিত জল বন্যপ্রাণ দের ক্ষতি করতে পারে বলে আশঙ্কা। এই বিষয়ে জলদাপাড়া বন্যপ্রাণ সহকারি আধিকারিক বিমল দেবনাথ জানান যে যেখানে প্রতিমা নিরঞ্জন হয় সেই এলাকাটা জলদাপাড়া জাতীয় উদ্যান মধ্যে পড়েনা ঠিকই কিন্ত হলং নদী জলদাপাড়া হয়ে বয়ে গেছে এবং দূষিত জল বন্যপ্রাণ দের পক্ষে ক্ষতিকারক ।
আরও পড়ুনঃ সিকিমে নিয়ন্ত্রন হারিয়ে ১৫০ ফুট গভীর খাদে পড়ল গাড়ি
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584