গোয়ায় অশ্লীল ভিডিও শুট, পুলিশের জালে আটক মডেল-অভিনেত্রী পুনম পাণ্ডে

0
212

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

পুলিশের জালে মডেল-অভিনেত্রী। গোয়ায় অশ্লীল ভিডিও শুট করার অভিযোগে শেষমেশ আটক করা হল সোশ্যাল মিডিয়া সেনসেশন পুনম পাণ্ডেকে। গোয়া ফরওয়ার্ড পার্টির মহিলা শাখার তরফে পুনমের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছিল। তার ভিত্তিতেই বৃহস্পতিবার গোয়ার কালাংঘুট থানার পুলিশ আটক করল পুনমকে।

poonam pandey | newsfront.co
পুণম পাণ্ডে

সূত্রের খবর, আগামীকাল শুক্রবার পুনম পাণ্ডেকে কঙ্কনা পুলিশের হাতে তুলে দেওয়া হবে। বিয়ের পরই স্বামীর বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ দায়ের করেছিলেন পুনম পাণ্ডে। এবার খোদ সেই অভিনেত্রীই কিনা পড়লেন আইনি বিপাকে! গোয়ায় দু-দু’টি এফআইআর দায়ের হয়েছে তাঁর বিরুদ্ধে। পুনম পাণ্ডের বিরুদ্ধে অভিযোগ, গোয়ার সমুদ্র সৈকতে দাঁড়িয়ে মৎসজীবীদের সামনে স্তন দেখিয়ে তিনি অশ্লীল ভিডিও শুট করেছেন।

আরও পড়ুনঃ নামী ব্র‍্যান্ডের মডেল হওয়ার প্রলোভন! প্রতারণার অভিযোগ অভিনেত্রী ও তার প্রেমিকের বিরুদ্ধে

প্রসঙ্গত, বিয়ের পর মধুচন্দ্রিমায় গোয়ায় গিয়েছিলেন অভিনেত্রী। আর সেখান থেকে মুম্বই ফিরতেই সমস্যার সূত্রপাত। এএনআই সূত্রে খবর, দ্য ওমান উইং অফ গোয়া ফরোয়ার্ড পার্টি পুনম পাণ্ডের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন চাপোলি ধামে অশ্লীল ভিডিও শুটের জন্য। চাপোলি ড্যামে ‘পর্ন ভিডিও’ শুট করেছেন পুনম, এই অভিযোগ দায়ের করেছেন গোয়া ফরওয়ার্ড পার্টির সহ-সভাপতি দুর্গাদাস কামাত। ওই জায়গাটি জলসম্পদ দপ্তরের নিয়ন্ত্রণাধীন।

আরও পড়ুনঃ লীনা গঙ্গোপাধ্যায়ের নাম ভাঙিয়ে লক্ষাধিক টাকার প্রতারণা, গ্রেফতার অভিযুক্ত

এন্টারটেইনমেন্ট সোসাইটি অফ গোয়া মূলত এখানে শুটিংয়ের অনুমতি দিয়ে থাকে। তাই কীভাবে ওই জায়গায় এমন অশ্লীল শুটিং করার অনুমতি দেওয়া হল সেই প্রশ্নও করেন ফরওয়ার্ড পার্টির সহ-সভাপতি। একইসঙ্গে সওয়াল করেন, দিনে দিনে গোয়াকে কি নীল ছবি তৈরির জায়গা করে তোলার চেষ্টা হচ্ছে? এই ঘটনার পরিপ্রেক্ষিতে গোয়ার মুখ্যমন্ত্রী এবং জলসম্পদ দপ্তরের মন্ত্রীর পদত্যাগও দাবি করেন।

এএনআই-এর টুইট থেকে জানা গিয়েছে, “কঙ্কনা সমুদ্র সৈকতে অশালীন ভিডিও শুট করার অভিযোগে পুলিশ স্টেশনে পুনম পাণ্ডের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন জনৈক ব্যক্তি।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here