নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
পর্ন হাবের সিইও ফেরাস অ্যানাটুনের দাবী কানাডার মন্ট্রিলে তাঁর প্রাসাদোপম বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে কোন ধর্মীয় সংগঠন। অ্যানাটুনের অনুমান তাঁর পেশার কারণেই ঘটানো হয়েছিল এই অগ্নিসংযোগের ঘটনা। ১৫.৯ মিলিয়ন ডলারে প্রাসাদটি বিক্রি করার কথা ঘোষণা করার পরেই এই অগ্নিকান্ড ঘটে।
নিউ ইয়র্ক টাইমসের একটি প্রতিবেদনে বলা হয় যে, ধর্ষণ ভিডিও, শিশু ধর্ষণ, প্রতিশোধমূলক পর্নোগ্রাফি, মহিলাদের স্নানের স্পাই ক্যাম ভিডিও, বর্ণবাদী বিষয়বস্তুর ভিডিও এবং প্লাস্টিকের ব্যাগে মহিলাদের শ্বাসরোধ করার ফুটেজ মনিটাইজ করা ইত্যাদি একাধিক অভিযোগে অভিযুক্ত হয় পর্নহাব। ফলত বড়সড় আর্থিক ক্ষতির মুখে পড়ে সংস্থা। মূলত এই কারণেই ভবনটি বিক্রির জন্য নথিবদ্ধ করেন অ্যানটুন।
আরও পড়ুনঃ ৭০ বিলিয়ন ডলারে ‘অ্যাক্টিভিশন ব্লিজার্ড’কে কিনতে চলেছে মাইক্রোসফট, প্রযুক্তি জগতে বৃহত্তম ডিল
এর কয়েক সপ্তাহ পরেই ঘটে এই অগ্নিকান্ডের ঘটনা। বাড়িটির নিরাপত্তা রক্ষী অপরিচিত দুজন ব্যক্তিকে ঘটনাস্থলে ঢুকতে দেখেন এবং তার পরেই ঘটে অগ্নিকান্ড। দমকলের ৮০টি ইঞ্জিন প্রায় ৩ ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ভবনটি বিক্রি সম্পর্কে ভ্যানিটি ফেয়ার নামে এক পত্রিকা অ্যানটুনকে প্রশ্ন করলে তিনি বলেন বাড়িটি তাঁর জন্য অশুভ ছিল, জীবনে শান্তির পরিবর্তে এই বাড়ি শুধুই ‘নেগেটিভিটি’ নিয়ে আসছিল। তাই তিনি এটি বিক্রি করার সিদ্ধান্ত নেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584