নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
ইতিমধ্যে রাজ্যে ফণী তান্ডবের জেরে রাজ্যের সমুদ্র উপকূলবর্তী বিভিন্ন এলাকায় বিপর্যস্ত জনজীবন।বিপদের কথা মাথায় রেখে সন্ধ্যা নাগাদ পশ্চিম মেদিনীপুরের বেলদাতে প্রশাসনিক উদ্যোগে প্রায় পঞ্চাশের অধিক পরিবারকে তুলে এনে বেলদা জানকি বিদ্যালয়ে অস্থায়ী বাসস্থানের ব্যবস্থা করা হয়েছিল।
রাত্রি যাপনের পাশাপাশি খাওয়ার ব্যবস্থাও করা হয়েছে।বেলদার কামারপাড়ার প্রায় পঞ্চাশের অধিক পরিবারকে এনে রাখা হয়েছে বিদ্যালয়ে।যাদের মধ্যে প্রায় পাঁচজনের বেশি শিশু রয়েছে।
দুপুরের দিকে দাঁতনে ঝড়ের কারণে ঘর ভেঙেছে।তাদেরও নিকটবর্তী বিদ্যালয়ে রাখা রয়েছে।পশ্চিম মেদিনীপুর জেলাতে এনডিআরএফ দল ও উদ্ধারে হাত লাগিয়েছে।
আরও পড়ুনঃ অল্পের জন্য প্রাণে বাঁচলেন দম্পতি
অন্য দিকে ফণীর তান্ডবে কেশিয়াড়ি ব্লকের বড়চাটি গ্রামের ইলেকট্রিক খুঁটির উপরে অনেকগুলো গাছ পড়ে এবং বিদ্যুৎ পরিবাহী তার ছিঁড়ে এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে।বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584