নিজের আপত্তিকর ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে গ্রেপ্তার সুন্দরী

0
243

নিউজডেস্কঃ

নেট দুনিয়ায় তিনি এখন খুব জনপ্রিয়। মিং মিং কোংসাওয়াসের খোলামেলা ছবি নিয়ে তোলপাড়। থাইল্যান্ডের লাস্যময়ী এই সুন্দরী মডেল একটি রোস্তোরাঁতে স্বল্পবসনা হয়ে ছবি তুলছিলেন। চলছিল জোর তৎপরতায় ফটোশ্যুট। এরপরই দৃশ্যকটূ ছবি সোশ্যাল মিডিয়ায় আসার পর তা ভাইরাল হয়ে যায়।এরপর সে দেশের সরকার নড়চড়ে বসে। দৃশ্যদূষণের অপরাধে গ্রেফতার করা হয় সুন্দরী মডেল মিংকে। ২৩ বছরের মিং একটি নামী ফুড সেন্টারে ছবি তুলছিলেন স্বল্প বসনা হয়ে। সেই ছবিতে জনসমক্ষেই তিনি তাঁর অন্তর্বাস প্রদর্শন করেন।

যে ছবি ভাইরাল হয়ে ওঠে। এরপর থাইল্যানেডর মডেল মিং কে গ্রেফতার করা হয় পাঁচ হাজার ‘বাহতে’র জরিমানা সহ। এরপর জরিমানা দিয়ে মিং ছাড়া পাওয়ার পর থেকেই নেটে ভাইরাল তাঁর ছবিগুলি।এই মডেলের ছবি ভাইরাল হতেই তা নিয়ে ক্ষোভ বাড়তে থাকে। আর সেই ক্ষোভের জেরে খবর করা হয় পুলিসকে। ওই ফুড সেন্টারের তরফেও মিং এর বিরুদ্ধে দৃশ্যদূষণের দাবি তোলা হয়। বলা হয়, মিং এর জন্য তিনি দুর্নাম হচ্ছে ওই ফুড সেন্টারের।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here