নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ
আলিপুরদুয়ারে বিজেপিকে একটিও ভোট নয় বলে পোস্টার পড়ল। আলিপুরদুয়ার শহরের বেশ কিছু নাগরিককে মঙ্গলবার সকাল থেকে শহরের বিভিন্ন জায়গায় এই পোস্টার লাগাতে দেখা গেছে।

এদিন এই পোস্টার যারা লাগিয়েছে তারা জানিয়েছে, গোটা রাজ্য জুড়ে নাগরিক সমাজ বিজেপিকে একটিও ভোট না দেওয়ার জন্য আবেদন করছে। রাজ্যের সর্বত্র এই রকম প্রচার চালানো হচ্ছে।


সেই রকম ভাবে আলিপুরদুয়ার জেলাতেও নাগরিক সমাজ এই পোস্টার লাগাচ্ছে। উদ্যোক্তাদের দাবি, তারা সাধারণ মানুষদের আবেদন করছে যাকে খুশি ভোট দেওয়ার জন্য কিন্তু বিজেপিকে একটিও ভোট নয়।
আরও পড়ুনঃ প্রার্থী ঘিরে বিক্ষোভ পদ্ম শিবিরে! বৈঠকে শাহ-নাড্ডা
এই কর্মসূচির উদ্যোক্তারা জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক ও অরাজনৈতিক মানুষেরা মিলে গোটা রাজ্য জুড়ে বিজেপির বিরুদ্ধে এই প্রচার অভিযান চালাচ্ছে ।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584