মুকুলের ছবি সহ পোস্টার ঘিরে চাঞ্চল্য

0
366

বদরুল আলম, পশ্চিম মেদিনীপুর

পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে মুকুল রায়ের ছবি সহ পোস্টার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে । সোমবার সন্ধ্যা থেকে মেদিনীপুর শহর সহ জেলার বিভিন্ন প্রান্তের মোড়ে মোড়ে মুকুল রায়ের ছবি ও নাম সহ পোস্টার এবং ব্যানার সবার নজরে পড়ে । সব ব্যানারে লেখা আছে ” মা এসে সবার ঘরে , সবার ঘর আলো করে – মুকুল রায়। “

এই পোস্টার ঘিরেই চাঞ্চল্য

এই ব্যানার ঘিরেই চাঞ্চল্য ছড়িয়েছে ।
যদিও শাসক দলের পক্ষ থেকে জেলা সভাপতি অজিত মাইতি জানিয়েছেন , বিভ্রান্তি ছড়ানোর জন্যই রাতের অন্ধকারে দু-চারজন বিভিন্ন স্থানে এই ব্যানার লাগিয়েছে । যার জনভিত্তিই নেই তার নাম করে এই পোস্টার যারা দিয়েছে বিভ্রান্তি ছড়ানোর জন্য। সেই প্ররোচনায় পা দেবে না দলের কর্মীরা বলে তিনি জানান।
তবে এই ব্যানার ঘিরে জেলার রাজনৈতিক মহলে ইতিমধ্যেই গুঞ্জন শুরু হয়েছে । দল থেকে মুকুল রায়কে ৬ বছরের জন্য বহিষ্কার করা হয়েছে । এখনও ধোঁয়াশা মুকুলের নতুন দল গঠন বা অন্য রাজনৈতিক দলে যোগদান নিয়ে । এরই মাঝে জেলা জুড়ে এইরকম ব্যানার ঘিরে তৈরী হয়েছে নতুন রাজনৈতিক সমীকরন ।
ওয়াকিবহাল মহলের ধারনা জেলায় মুকুল অনুগামীরায় এই ব্যানার রাতের অন্ধকারে লাগিয়েছে ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here