নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ
লকডাউনের ফলে ভাটা পড়েছে মৃৎশিল্পীদের কাজে। পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর দু’নম্বর ব্লকের প্রতাপদিঘি এলাকার অধিকাংশ মানুষই মাটির বিভিন্ন জিনিসপত্র তৈরি করে সংসার চালান, কিন্তু বর্তমান ভাইরাসের কারণে লকডাউন পরিস্থিতিতে বন্ধ পুজো-পার্বণ থেকে শুরু করে বাজার হাট।
এর মধ্যে গোদের উপর বিষফোঁড়ার পরিস্থিতি এসেছে বৃষ্টির কারণে, মাটির তৈরি নানান জিনিস তৈরি করে রোদে শুকোতে পারছেন না এই সব শিল্পীরা। ফলে ক্ষতির মুখে পড়েছেন মৃৎশিল্পীরা। কিন্তু প্রশাসনের তরফ থেকে নেওয়া হচ্ছে না কোন পদক্ষেপ। দেওয়া হচ্ছে না কোন সুযোগ-সুবিধা। ফলে আরও দুশ্চিন্তার মধ্যে রয়েছেন এসব শিল্পীরা।
আরও পড়ুনঃ বাংলার বিভিন্ন প্রান্ত থেকে দেখা যাবে বছরের প্রথম সূর্যগ্রহণ
স্থানীয় এক মৃৎশিল্পী ক্ষুদিরাম বেরা জানান, লকডাউন -এর জন্য বন্ধ রয়েছে পুজো-পার্বণ, বন্ধ রয়েছে বাজার হাট, এছাড়াও অবিরাম বৃষ্টির কারণে মাটির তৈরি কাঁচা জিনিসপত্র রোদে শুকোতে পারছি না, ফলে ব্যবসা এখন বন্ধের মুখে, ফলে খুব দুশ্চিন্তায় রয়েছি।
প্রশাসনের তরফ থেকে যদি এই বিষয়ে কোন ব্যবস্থা করে দেওয়া হয় তাহলে অত্যন্ত উপকৃত হব। লকডাউন ও বৃষ্টির কারণে এইসব মৃৎশিল্পীদের পরিস্থিতি খুব বেদনাদায়ক তা বলাই বাহুল্য।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584