নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
চাইনিজ টুনি সহ আরো বিভিন্ন রকমের লাইট এর সাথে টেক্কা দিয়ে কোন রকমে পূর্ব পুরুষের ব্যবসা চালিয়ে যাচ্ছে মাটির প্রদীপ কারিগররা । একটা সময় ছিল দীপাবলি মানে প্রত্যেক ঘড়ে জ্বলবে মাটির প্রদীপ।
কিন্ত সময়ের সাথে সাথে দিন পরিবর্তন হয়েছে ।এখন বাজারে এসেছে বিভিন্ন রকমের টুনি লাইট। তাই মানুষের ঝোঁক টুনি লাইটের প্রতি । এর ফলে সমস্যায় পড়েছেন প্রদীপ কারিগররা ।
মাটির প্রদীপ বিক্রেতা নগেন্দ্রনাথ পাল বলেনঃ
কোচবিহার, রামপুর থেকে আলিপুরদুয়ার জেলার ভূটান সীমান্ত জয়গাঁতে ও তার পাশ্ববর্তী এলাকায় মাটির প্রদীপ বিক্রি করতে আসা নগেন্দ্রনাথ পাল জানান যে ,”আমার বর্তমান বয়স ৮৬ বছর । আমি ৬০ বছর ধরে এই ব্যবসায় আছি। আমাদের বিক্রির প্রধান সময় হচ্ছে দীপাবলি। আমরা সারা বছর এই দীপাবলির সময়ের দিকে তাকিয়ে থাকি, কেননা এই সময় মাটির প্রদীপ সহ অন্যান্য মাটির জিনিস বিক্রিটা বেশি হয় । কিন্ত সময় পরিবর্তন হয়েছে বর্তমানে বাজারে ছেয়ে গেছে চাইনিজ টুনি লাইট আর এই হরেকরকম লাইনিং এল সাথে টেক্কা দিয়ে আমাদের চলতে হচ্ছে ।”
আরও পড়ুনঃ দিপাবলীতে সস্তার এল ই ডি-র দাপটে দুশ্চিন্তায় মৃৎশিল্পীরা
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584