শিবশংকর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ
বাড়ির পোষ্য মারা যাওয়ার ঘটনায় পথ কুকুরদের খাওয়ালেন পশুপ্রেমী পৌলমী সেন। প্রাইভেট কোম্পানিতে চাকরিরত পৌলমী সেন কর্মসূত্রে চেন্নাইয়ে থাকেন।

গত ২২ সেপ্টেম্বর বাড়ির পোষ্য তোজো মারা যায়। দীর্ঘ ১২ বছর আগে থেকেই তোজো তাঁদের বাড়িতে ছিল। ধীরে ধীরে বাড়ির একজন সদস্য হয়ে উঠেছিল ছোট্ট তোজো। কিন্তু অসুস্থতার কারনে বেশ খানিকটা ভুগে গত ২২ সেপ্টেম্বর মারা যায় সে৷


আরও পড়ুনঃ বৃত্তি পরীক্ষা শেষ করে পঞ্চম বর্ষে পা দিল জটেশ্বর
পরিবারের একজন মারা যাওয়ায় শ্রদ্ধাশান্তির জন্য এ দিন বালুরঘাট শহরের পথ কুকুরদের খাওয়ালেন পৌলমী ও তাঁর বাড়ির লোকজন। বাড়ির পোষ্যর স্মৃতিতে এই ভাবে পথ কুকুরদেরই খাওয়ানোয় জেলাবাসী ধন্যবাদ জানিয়েছেন সেন পরিবারকে।
আগামী দিনে পথ কুকুরদের নিয়ে আরও কাজ করতে চান তিনি। তাঁকে এই কাজে সহযোগিতা করেছেন পরিবারের অন্যরা। শনিবার দুপুর থেকেই ভ্যানে করে ভাত মাংস নিয়ে বেরিয়ে পরেন তাঁরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584