নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
ভগবানগোলা ব্লক ২ এর অন্তর্গত নির্মল চর এলাকায় সরকারি প্রকল্পের সোলার পাওয়ার প্লান্ট তৈরি নিয়ে উঠল অনিয়মের অভিযোগ। অভিযোগ তুললেন খোদ শাসক দলের আখেরীগঞ্জ অঞ্চলের সভাপতি সহিদুল ইসলাম।
আরও পড়ুনঃ গোপন সূত্রে তল্লাশি চালিয়ে উদ্ধার সাতটি হাতির দাঁত, গ্রেফতার অভিযুক্ত
সহিদুল বাবু আখেরীগঞ্জ গ্রাম পঞ্চায়েত প্রধান লাভলী বিবির নামে অভিযোগ করেন যে লাভলী বিবি সব জেনেও নীরব রয়েছেন। গ্রামবাসীরা জানান, এই ৯ কোটি টাকার সোলার পাওয়ার প্লান্ট প্রকল্পে পুরো টাকা ব্যবহার না করে নিম্নমানের পাথর, বালি, রড দিয়ে কাজ করা হচ্ছে।
এই ব্যাপারে ভগবানগোলা ব্লক ২-এর সমষ্টি উন্নয়ন আধিকারিক রয়েছে চুপ। তাকে এই ব্যাপারে জিজ্ঞেস করা হলে তিনি কিছু বলতে চাননি। পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি স্বচ্ছতা আলি বলেন, আমাদের কাছে অনেকদিন থেকেই এর অভিযোগ এসেছে। আমরা অভিযোগ পেয়েই ছুটে এসেছি ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584