নিজস্ব সংবাদদাতা, বিনোদন ডেস্কঃ
পুজোয় নতুন গান নিয়ে শ্রোতা ও দর্শকবৃন্দের দরবারে হাজির হলেন সঙ্গীত পরিচালক প্রতীক কর্মকার এবং জি বাংলার সারেগামাপা চ্যাম্পিয়ন অন্বেষা দত্ত। প্রতীকের নিজস্ব মিউজিক কোম্পানি পিআর স্টুডিওস থেকে মুক্তি পেল তাঁদের নতুন গান ‘শেষ SMS’।

গানটি একটি স্যাড রোমান্টিক বেলাড। এই গানের কথা, সুর, মিউজিক অ্যারেঞ্জমেন্ট এবং মিক্সিং ও মাস্টারিং করার দায়িত্বে ছিলেন প্রতীক কর্মকার স্বয়ং। গানটি গেয়েছেন গায়িকা অন্বেষা দত্ত।
প্রতীক আর অন্বেষা তৃতীয়বার একসঙ্গে কাজ করলেন এই গানে। পরবর্তীকালে ‘মিশন সুন্দরবন’ নামের একটি টলিউড ফিচার ফিল্মে, প্রতীকের কথা এবং সুরে গান গাইতে চলেছেন অন্বেষা।
পুজোয় তাঁদের নতুন গান মুক্তি পাওয়ার পর অন্বেষা জানিয়েছেন, “শেষ SMS এমনই একটা গান যেটা প্রচুর মানুষ নিজেদের জীবনের সঙ্গে মেলাতে পারবেন এবং গানটির মধ্যে নিজের জীবনের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার মিল খুঁজে পাবেন। সঙ্গীতশিল্পী অন্বেষা দত্ত আরও জানিয়েছেন যে, “প্রতীকের প্রত্যেকটি কাজ ও সুর একে অপরের থেকে আলাদা এবং প্রতীক প্রত্যেকটি কাজে নতুন কিছু করার চেষ্টা করে যেটার জন্য প্রতীকের প্রত্যেকটি গান ট্রেন্ডিংয়ে থাকে।” পরবর্তীকালে এই জুটির একসঙ্গে অনেক কাজ আসতে চলেছে বলেও জানান অন্বেষা।
আরও পড়ুনঃ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এক অনামী গায়কের গানের ভিডিও, প্রশংসা করলেন হৃত্বিক রোশন
অন্যদিকে, প্রতীক জানিয়েছেন, “অন্বেষার মধুর কন্ঠে এবং ওর গায়কীতে একটা অদ্ভুত স্নিগ্ধতা এবং মাধুর্য আছে যা শ্রোতাদের মন কেড়ে নেয়।” তিনি আরও জানান যে, একজন সঙ্গীত পরিচালক ও সুরকার হিসেবে এই গানটির গাওয়ার জন্য তাঁর প্রথম পছন্দ ছিল অন্বেষা। গানটি গত ৯ অক্টোবর প্রকাশ পেয়েছে। প্রতীক ও অন্বেষা দুজনেই এই গানটি নিয়ে খুব আশাবাদী।
আরও পড়ুনঃ আগামী মাসেই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সলমন খানের ‘অন্তিম’
নিউজ ফ্রন্ট-কে মিডিয়া পার্টনার হিসেবে পেয়ে প্রতীক এবং অন্বেষা দুজনেই খুব আপ্লুত এবং উচ্ছ্বসিত। তাঁদের পরবর্তী কাজগুলোতেও তাঁরা এভাবেই নিউজ ফ্রন্ট-কে পাশে পেতে চান বলে জানান প্রতীক এবং অন্বেষা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584