মোহনা বিশ্বাস, বিনোদন ডেস্কঃ
মধ্যপ্রদেশের ভোপালে ওয়েব সিরিজ ‘আশ্রম’-এর তৃতীয় সিজনের শ্যুটিং চলছিল। এমন সময় আচমকাই শ্যুটিং সেটে প্রবেশ করে এই ওয়েব সিরিজের পরিচালক প্রকাশ ঝা-র মুখে কালি ছিটিয়ে দিল বজরং দল। এই হামলার কারণ হিসাবে বজরং দলের কর্মীরা ব্যাখ্যা করেছেন, মূলত ওয়েবসিরিজের নাম নিয়ে তাঁদের সমস্যা। পরিচালক যাতে ওয়েব সিরিজের নাম বদলান সেই কারণেই শ্যুটিং সেটে হামলা চালান তাঁরা। শুধু তাই নয়, বজরং দলের তরফ থেকে জানানো হয়েছে যে, এই ওয়েব সিরিজের নাম যদি না বদলানো হয়, তাহলে শ্যুটিং বন্ধ করে দেওয়া হবে। এমনকি ওয়েব সিরিজটি যাতে মুক্তি না পায় তারও ব্যবস্থা করবেন তাঁরা।
গতকাল, রবিবার ভোপালে আরেরা হিলস এলাকায় জেল চত্বরে চলছিল ‘আশ্রম’-এর শ্যুটিং। সেখানেই আচমকা প্রবেশ করে ভাঙচুর চালায় বজরং দল। শ্যুটিংয়ের জিনিসও তছনছ করো দেন বজরং দলের কর্মীরা। শ্যুটিং সেটা যে গাড়িগুলি অপেক্ষমান থাকে, সেগুলির উপরও ভাঙচুর চালান তাঁরা। ঘটনায় কার্যত স্তম্ভিত হয়ে যায় ওয়েব সিরিজের গোটা টিম। এহেন পরিস্থিতিতে কেউ কিছু বুঝে ওঠার আগেই পরিচালক প্রকাশ ঝা-র মুখে কালিষছিটিয়ে দেয় বজরং দল।
এই দলের আয়োজক সুশীল বলেন, “কালি ছিটিয়ে আমরা প্রকাশ ঝা-র মুখ কালো করে দিয়েছি। এই ওয়েব সিরিজের মূল চরিত্রাভিনেতা ববি দেওলকেও আমরা খুঁজছি। কারণ দাদা সানি দেওলকে দেখে তাঁর শেখা উচিৎ। সানি দেওল অনেক দেশপ্রেমের ছবি করেছেন। এছাড়াও তিনি একজন বিজেপি সাংসদও। তাঁর থেকে শিক্ষা নেওয়া উচিৎ ববি দেওলের।”
আরও পড়ুনঃ ভারাক্রান্ত মনে দীপাবলিতে মিষ্টিমুখ শাহরুখের, নতুন বিজ্ঞাপনে মুগ্ধ অনুরাগীরা
বজরং দলের অভিযোগ, ‘‘পরিচালক প্রকাশ ঝা এই ওয়েবসিরিজের নাম দিয়েছেন ‘আশ্রম’। এই আশ্রম ভারতের একটি ঐতিহ্যবাহী সংস্কৃতি। এক দোষে কখনওই সবাই দোষী হতে পারেনা। কোনও একটি আশ্রমে অপরাধ ঘটার করাণে এভাবে দেশের সব আশ্রমের বদনাম করতে পারেন না পরিচালক। ওয়েব সিরিজের নাম ‘আশ্রম’ রেখে ভারতের সব আশ্রমের সংস্কৃতির অবমাননা করেছেন প্রকাশ ঝা।’’
আরও পড়ুনঃ আরিয়ান কান্ডে ২৫ কোটি টাকার ডিলের প্রস্তাব NCB-র, চাঞ্চল্যকর অভিযোগ! ওয়াংখেড়ের পদত্যাগ দাবি মেহেতার
রবিবারের এই ঘটনার পরে ওয়েব সিরিজ ‘আশ্রম’-এর পরিচালক প্রকাশ ঝা-র সঙ্গে এ নিয়ে কথা হয়েছে বলে জানান বজরং দলের আয়োজক সুশীল। সেখানেই পরিচালক এই ওয়েবসিরিজের নাম বদলাতে রাজি হয়েছেন বলেও জানা গিয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584