হোটেলেই থাকতে হচ্ছে আইপ্যাক টিমকে, গতিবিধি নিয়ন্ত্রণের নির্দেশ ত্রিপুরা পুলিশের

0
58

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

ভোট কৌশলী প্রশান্ত কিশোরের সংস্থা আইপ্যাকের একটি ২২ জনের দল গতকাল ত্রিপুরায় পৌঁছলে তাদের হোটেল থেকে বেরোনোর ওপর নিষেধাজ্ঞা জারি করে ত্রিপুরা পুলিশ।

Prashant Kishor
সৌজন্যেঃ এনডিটিভি

২০২৩ সালে ত্রিপুরার বিধানসভা নির্বাচন বিজেপি শাসিত ত্রিপুরায়। তৃণমূল কংগ্রেস এবার ত্রিপুরার নির্বাচনে সর্বোত ভাবে অংশ নিতে চায়, সেই কারণেই ত্রিপুরার রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে একটি সমীক্ষা চালাতে আইপ্যাকের দল পৌঁছয় ত্রিপুরার রাজধানী আগরতলায়। এরপরেই পুলিশের পক্ষ থেকে তাঁদের প্রতি নির্দেশ জারি করা হয় হোটেল থেকে না বেরোনোর। শুধু তাই নয়, হোটেলের লবিতেও মোতায়েন রাখা হয়েছে পুলিশকর্মী।

যদিও পুলিশের পক্ষ থেকে সরকারিভাবে এই নিষেধাজ্ঞার কোনো কারণ জানানো হয়নি, শুধুমাত্র বলা হয়েছে আইপ্যাকের দল কোভিড নির্দেশিকা অগ্রাহ্য করেছে। অন্যদিকে, আইপ্যাক সূত্রে জানা গিয়েছে যে এই অভিযোগের সত্যতা নেই, তাঁদের কাছে যথাযথ নথিপত্রই রয়েছে।

আরও পড়ুনঃ অসম-মিজোরাম সীমান্ত সংঘর্ষে নিহত পুলিশের ৬ কর্মী, স্বরাষ্ট্রমন্ত্রকের হস্তক্ষেপের দাবি দুই রাজ্যেরই

ত্রিপুরার তৃণমূল প্রধান আশীষ লাল সিংহ এই ঘটনাকে “গণতন্ত্রের ওপর আক্রমণ” বলে আখ্যা দিয়ে বলেন, “ত্রিপুরাবাসী হিসেবে আমি লজ্জিত। এটা ত্রিপুরার সংস্কৃতি নয়। ত্রিপুরায় তৃণমূলের জন সমর্থন দেখে বিজেপি ভয় পেয়েছে।” আইপ্যাকের সমীক্ষা দলের কোভিড পরীক্ষার ফল সম্ভবত মঙ্গলবার পাওয়া যাবে তারপর পরবর্তী পদক্ষেপ সম্পর্কে জানানো হবে এমনটাই বলেছেন ত্রিপুরার পুলিশ সুপার মানিক দাস।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here