কখনো রোদ কখনো বৃষ্টি,বিপাকে প্রতিমা শিল্পীরা

0
267

নিজস্ব প্রতিবেদন,ডেস্কঃ

আতঙ্কের বৃষ্টি ঘুম কেড়েছে প্রতিমা শিল্পীদের।ঘটা করে বিভিন্ন জায়গায় শুরু হয়ে গিয়েছে খুঁটি পুজো।হাতে সময় খুবই কম তাই চরম ব্যস্ত কুমোর টুলি।নষ্টের করার মতো সময় হাতে নেয় শিল্পীদের কিন্তু হঠাৎ রোদ হঠাৎ বৃষ্টির ভ্রূকুটিতে সূর্যের দেখা নেই।প্রতিমা তৈরির কাজ ফেলে সময় নষ্ট করে বারে বারে পলিথিন দিয়ে ঢাকতে হচ্ছে প্রতিমার কাঠামো থেকে মাটি।

রোদ বৃষ্টিতে নাজেহাল প্রতিমা শিল্পীরা।নিজস্ব চিত্র

একেই বর্ষার সময় প্রতিমা শুকনোর সমস্যা তার উপর একটু রোদ উঠলে তো সঙ্গে সঙ্গে বৃষ্টিতে যাতে ধুয়ে না যায় তার দুঃশ্চিন্তায় থাকতে হচ্ছে প্রতি মুর্হূতে।রোদ্দুরের খামখেয়ালিতে শুকাচ্ছে না কাঁচা মাটিতে মোড়া কাঠামো,ব্যবহার করতে হচ্ছে গ্যাসের আগুন। একদিকে যেমন সময় নষ্ট হচ্ছে তেমনি প্রচুর বাড়তি খরচের বোঝাও চাপছে মাথায়।প্রতিমা তৈরি করে বাড়তি খরচ উঠবে তো?

শিল্পীদের কপালে ভাঁজ।তার উপর পারিশ্রমিক বেশি দিয়েও মিলছে না প্রতিমা তৈরির কারিগর, এই বৃষ্টির জলে ভিজে কাজ করতে চাইছে না কেউই।বেশি দিন এভাবে চললে প্রতিমা তৈরির লাভ তো দূর অস্ত খরচের টাকা উঠবে কিনা সেই চিন্তায় বিভোর মৃৎশিল্পীরা।

আরও পড়ুনঃ  বেআইনি জল উত্তোলন বেসরকারি কলেজের,বাজেয়াপ্ত সাবমারসিবল

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here