চিকিৎসক হয়ে গ্রামের স্বাস্থ্য পরিষেবার হাল ফেরাতে আগ্ৰহী সপ্তম স্থানাধিকারী কেতুগ্রামের প্রতিমান

0
2233

শ্যামল রায়, কাটোয়া:-

এবছর মাধ্যমিকে সপ্তম স্থান অধিকার করেছে কেতুগ্রাম থানার অন্তর্গত কাদরা জ্ঞানদাস স্মৃতি উচ্চ বিদ্যালয় ছাত্র প্রতিমান দে । তার প্রাপ্ত নাম্বর ৬৮৪।
মাধ্যমিকে সপ্তম স্থান অধিকার করায় এলাকায় খুশির জোয়ার। প্রতিমান ভবিষ্যৎ চিকিৎসক হতে চায়। সে বুধবার মাধ্যমিক পরীক্ষার ফলাফলের পরেই অকপটে জানিয়ে দেয় যে সে চোখের সামনে দেখেছে গ্রামে চিকিৎসার অভাবে কত মানুষ অসহায় ভাবে জীবন-যাপন করছেন টাকার অভাবে ডাক্তার দেখাতে পারছেন না। তাই তার ইচ্ছা চিকিৎসক হবে। তার মা নিজেও একজন সেবিকা। তাই চিকিৎসক হয়ে গ্রামের স্বাস্থ্য পরিষেবার হাল ফিরাবেন এবং মানুষের পাশে দাঁড়াবেন  স্বপ্ন ।
প্রত্যন্ত গ্রাম অঞ্চলের ছেলে প্রতিমান এই ধরনের সফলতা পাবে সেটা অবাক লাগছে গ্রামের মানুষের কাছে। তাই প্রতিমানের সাফল্যে খুশি স্থানীয় বাসিন্দারা সেই সাথে বিদদালয়ের শিক্ষক-শিক্ষিকারা।
বাবা পরিমল দে পেশায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। মা শুভ্রা দে নার্স।
ছেলের সাফল্যে ভীষণ খুশি মা। তিনি জানান যে তিনি কর্মসূত্রে চিকিৎসা পরিষেবায় থাকার কারনে ছেলেকে সময় সময় দিতে পারতেন না। তবুও আজ ছেলের সাফল্যে তিনি খুশি।
বিদ্যালয় এর শিক্ষক-শিক্ষিকারা ও ভীষণ খুশি বিদ্যালয় এর মুখ উজ্জল করায়।
পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও ভীষণ পছন্দ তার। কখনো কখনো গল্পের বই পড়তে ভালবাসে সে।
সে অংকে পেয়েছে১০০। বাংলায় পেয়েছে ৯৬ ,ইংরাজীতে ৯৩,ভৌতবিজ্ঞান ১০০, জীবনবিজ্ঞানে ১০০ ,ইতিহাসে ৯৬ ,ভূগোলে ৯৯।মোট ৬৮৪ ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here