জৈদুল সেখ, মুর্শিদাবাদঃ
মুর্শিদাবাদ জেলার কান্দি থানার অন্তর্গত গোকর্ণ বালিকা বিদ্যালয়ের ছাত্রী অঙ্কিতা কোনাই তিন মাসের অন্তঃসত্ত্বা। গতরাত্রে হঠাৎই শারীরিক অসুস্থতা বোধ করে অঙ্কিতা, তীব্র জ্বরের কারণে অঙ্কিতাকে তড়িঘড়ি চিকিৎসার জন্য কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে আসে অঙ্কিতা কনাইয়ের পরিবারের সদস্যরা।
আরও পড়ুনঃ ১০৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার জলঙ্গী থানার অন্তর্গত ফরাজি পাড়া এলাকায়
চিকিৎসকেরা হাসপাতলে ভর্তি করে নেয় অঙ্কিতাকে। অঙ্কিতার পরিবারের সদস্যরা ভাবতে পারেননি যে হাসপাতালে ভর্তি থাকা সত্বেও অঙ্কিতা বুধবার তার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে পারবে। অঙ্কিতা আত্মবিশ্বাসী হয়ে তার বিদ্যালয় কর্তৃপক্ষকে জানায় যে সে হাসপাতালে বসে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে সক্ষম। গোকর্ণ উচ্চ বালিকা বিদ্যালয় কর্তৃপক্ষের তত্ত্বাবধানে কান্দি মহকুমা হাসপাতালে উচ্চমাধ্যমিক পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয় অসুস্থ অন্তঃসত্ত্বা অঙ্কিতা কোনাই-এর জন্য। হাসপাতালে বসে অসুস্থ এবং অন্তঃসত্ত্বা অবস্থায় উচ্চমাধ্যমিকের ফিলজফি পরীক্ষা দিয়ে বুধবারের দিন দৃষ্টান্ত তৈরি করার পাশাপাশি উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী অঙ্কিতা প্রমাণ করলো আত্মবিশ্বাস এবং মনের জোর এর কাছে সকল বাধা-বিপত্তি হেরে যায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584